- জাতীয় কৃষি দিবস পালিত হয় পহেলা অগ্রহায়ণ।
- সাধারণত অগ্রহায়ণ মাসে দেশে আমন ধান ঘরে তোলা হয়। নতুন ফসল তোলাকে কেন্দ্র করে গ্রাম বাংলায় নবান্ন উৎসব পালিত হয়।
- এই উৎসবকে জাতীয়রূপ দিতে বাংলাদেশ সরকার ২০০৮ সালে পহেলা অগ্রহায়ণকে ‘জাতীয় কৃষি দিবস’ ঘোষণা করে।