তিনটি ক্রমিক পূর্ণসংখ্যা নির্ণয় করুন, যাদের প্রথম দুইটির গুণফল শেষ দুইটির গুণফল অপেক্ষা ১০ কম।
Solution
Correct Answer: Option A
ধরি, সংখ্যাগুলো = x, x+1, x+2
প্রশ্নমতে, x(x+1) = (x+1)(x+2) - 10
⇒ x2 + x = x2 + x + 2x + 2 - 10
⇒ 2x = 8
⇒ x = 4
সুতরাং, সংখ্যাগুলো হবে = 4, 5, 6