কোনটি শামসুর রাহমানের আত্মজীবনী?

A স্থতির শহর

B রৌদ্র করোটিতে

C বিধ্বস্ত নীলিমা

D কালের ধুলোয় লেখা

Solution

Correct Answer: Option D

কবি শামসুর রাহমানের আত্মজীবনীমূলক গ্রন্থঃ
- কালের ধুলোয় লেখা। একাত্তরের ঘটনাবলীর প্রত্যক্ষ বিবরণ তিনি লিখে গিয়েছেন আত্মজীবনী কালের ধুলোয় লেখা গ্রন্থে।

তার রচিত কাব্যগ্রন্থঃ
- বিধ্বস্ত নীলিমা,
- নিরালোকে দিব্যরথ,
- নিজ বাসভূমে,
- রৌদ্র করোটিতে,
- বন্দী শিবির থেকে,
- ফিরিয়ে নাও ঘাতক কাঁটা,
- শূন্যতায় তুমি শোকসভা,
- অন্ধকার থেকে আলোয়
- উদ্ভট উটের পিঠে চলেছে স্বদেশ,
- শুনি হৃদয়ের ধ্বনি ইত্যাদি।

তার রচিত উপন্যাসঃ
- অক্টোপাস,
- নিয়ত মন্তাজ,
- এলো সে অবেলায় 
- অদ্ভূত আঁধার এক ইত্যাদি।

আত্মস্মৃতিমূলক গ্রন্থঃ
- স্মৃতির শহর। (কিশোর রচনা)

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions