আনন্দের মৃত্যু উপন্যাসটির রচয়িতা হচ্ছেন-
Solution
Correct Answer: Option D
সৈয়দ শামসুল হক ২৭শে ডিসেম্বর ১৯৩৫ খ্রিষ্টাব্দে কুড়িগ্রাম শহরে জন্মগ্রহণ করেন।
তাঁর উল্লেখযোগ্য গ্রন্থ :
- একদা এক রাজ্যে,
- বৈশাখে রচিত পঙ্ক্তিমালা,
- অগ্নি ও জলের কবিতা,
- রাজনৈতিক কবিতা;
গল্প :
- শীত বিকেল,
- রক্তগোলাপ,
- আনন্দের মৃত্যু,
- জলেশ্বরীর গল্পগুলো;
উপন্যাস:
- বৃষ্টি ও বিদ্রোহীগণ;
নাটক :
- পায়ের আওয়াজ পাওয়া যায়,
- নূরুলদীনের সারাজীবন,
- ঈর্ষা;