Solution
Correct Answer: Option D
- একটি মারাত্মক মরণ ব্যাধি হলো 'এইডস'।
- যার পূর্ণ নাম- 'এইডস' (AIDS = Acquired Immuno Deficiency Syndrome)।
- এখনো এ ব্যাধির কোনো ভ্যাকসিন বা প্রতিষেধক বা প্রতিরোধক আবিষ্কার হয়নি।
- এইচআইভির কারনে এইডস হয়।
- কোন রোগ বা সংক্রমণ প্রতিরোধ করার জন্য শরীরের স্বাভাবিক ক্ষমতাকে এইচআইভি ক্রমান্বায়ে ধ্বংস করে দেয়।
- তাই, এইডস আক্রান্ত ব্যক্তি অতি সহজেই যেকোন রোগে (যেমন: নিউমোনিয়া, যক্ষ্মা, ডায়রিয়া) আক্রান্ত হয়ে পড়ে।
- এইডস রোগটি ছড়ায় যেসব মাধ্যমে-
১। অনিয়ন্ত্রিত যৌন মিলন।
২। গর্ভবতী নারি সংক্রমিত হলে তার সন্তানদের মধ্যে এইডস দেখা দিতে পারে।
৩। মায়ের বুকের দুধের মাধ্যমে।