রঙ্গীন টেলিভিশন হতে ক্ষতিকর কোন রশ্মি বের হয়?
A রঞ্জনরশ্মি
B ভিটা রশ্মি
C কসমিক রশ্মি
D গামা রশ্মি
Solution
Correct Answer: Option A
- দ্রুতগামী ইলেকট্রন ধাতুতে আঘাত করলে রঞ্জন রশ্মি উৎপন্ন হয়।
- কসমিক রশ্মি মহাশূন্য হতে আসে।
- বিটা রশ্মি ও গামা রশ্মি তেজস্ক্রিয় বিকিরণে পাওয়া যায়।
- ক্যাথোড রে টিউব থাকার কারণে রঙিন টেলিভিশন থেকে রঞ্জন রশ্মি নির্গত হয়।
- আধুনিক LED ও LCD রঙিন টেলিভিশন থেকে রঞ্জন রশ্মি (X-ray) বের হয় না।