কোনো বস্তুকে পানিতে সম্পূর্ণভাবে ডুবালে পানিতে যেখানে এটা রাখা যায় সেখানেই এটা থাকে, যখন-

A বস্তুর ঘনত্ব পানির ঘনত্বের চেয়ে বেশি

B বস্তুর ঘনত্ব পানির ঘনত্বের চেয়ে কম

C বস্তুর ঘনত্ব পানির ঘনত্বের সমান

D বস্তুর ও পানির ঘনত্বের মধ্যে নিবিড় সম্পর্ক বিদ্যমান তাকে

Solution

Correct Answer: Option C

কোন বস্তুর একক আয়তনের ভরকে তার ঘনত্ব (Density) বলে।যেকোন বস্তুর ঘনত্ব তার তাপমাত্রার উপর নির্ভরশীল; তবে গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে এটি চাপ এবং তাপমাত্রার উপর নির্ভরশীল

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions