বৈদ্যুতিক পাখা ধীরে ধীরে ঘুরলে বিদ্যুৎ খরচ-

A কম হয়

B বেশি হয়

C একই হয়

D খুব কম হয়

Solution

Correct Answer: Option C

বৈদ্যুতিক পাখা জোরে বা ধীরে ঘোরা রেগুলেটর দ্বারা নিয়ন্ত্রিত হয় ।রেগুলেটরে পরিবর্তনশীল রোধ থাকে । রোধ বাড়ানো হলে পাখা ধীরে ধীরে ঘোরে। পাখা ধীরে ঘুরলেও বিদ্যুৎ খরচ একই হয় কারণ এ সময় রেগুলেটরে বিদ্যুৎশক্তি তাপশক্তি হিসেবে অপচয় হয়

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions