Solution
Correct Answer: Option C
UNCTAD (ইউএনসিটিএডি) হলো United Nations Conference on Trade and Development বা জাতিসংঘ বাণিজ্য ও উন্নয়ন সম্মেলন। এটি একটি জাতিসংঘের সংস্থা যা উন্নয়নশীল দেশগুলোর অর্থনৈতিক উন্নয়ন, বাণিজ্য, বিনিয়োগ এবং উন্নয়নের জন্য কাজ করে।
- প্রতিষ্ঠাকাল: ১৯৬৪ সালে প্রতিষ্ঠিত।
- সদর দপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড।
- Rebeca Grynspan হলেন UNCTAD-এর বর্তমান Secretary-General। তিনি ১৩ সেপ্টেম্বর ২০২১ সালে এই পদে নিয়োগপ্রাপ্ত হন।