বাংলা সাহিত্যের ইতিহাস বিষয়ক গ্রন্থ ও তাদের লেখকঃ - বাংলা সাহিত্যের কথা (২ খণ্ডে পক্রাশিত) : ড. মুহম্মদ শহীদুল্লাহ - বঙ্গভাষা ও সাহিত্য (ইতিহাস বিষয়ক প্রথম গ্রন্থ ) : ড. দীনেশচন্দ্র সেন - বাঙ্গালা সাহিত্যের ইতিহাস (৫ খণ্ডে প্রকাশিত) : ড. সুকুমার সেন - বাংলা সাহিত্যের ইতিবৃত্ত : মুহম্মদ আবদুল হাই এবং সৈয়দ আলী আহসান - বাংলা সাহিত্যের রুপরেখা : গোপাল হায়দার - বাংলা সাহিত্যের পুরাবৃত্ত : ড. গোপাল হায়দার - বাঙালি ও বাংলা সাহিত্য : ড. আহমদ শরীফ - লাল নীল দীপাবলি : হুমায়ুন আজাদ
Practice More Questions on Our App!
Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions