কোনটি হযরত মুহম্মদ (স)-এর জীবনী গ্রন্থ?
A মরুমায়া
B মরুভাস্কর
C মরুতীর্থ
D মরুকুসুম
Solution
Correct Answer: Option B
কাজী নজরুল ইসলাম রচিত মরু -ভাস্কর মহানবী হযরত মুহাম্মদ (স) এর জীবনী গ্রন্থ। কাজী নজরুল ইসলামের ইসলামী কাব্য সংকলন লিখেছেন মাহমুদুল হাসান নিজামী।