নিচের উদ্ধৃতাংশ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কোন কবিতা থেকে নেয়া হয়েছে?
"কাণ্ডারী এ তরীর পাকা মাঝি মাল্লা,
দাঁড়ি-মুখে সারি-গান –লা-শরিক আল্লাহ!"
A কাণ্ডারী হুশিয়ার
B খেয়াপারের তরণী
C সিন্ধু প্রথম তরঙ্গ
D সিন্ধু দ্বিতীয় তরঙ্গ
Solution
Correct Answer: Option B
- বাংলা সাহিত্যে ‘খেয়াপারের তরণী’ কবিতাটি হচ্ছে ইসলামি ঐতিহ্যমূলক উল্লেখযোগ্য একটি কবিতা যা ১৩২৭ বঙ্গাব্দের শ্রাবণ সংখ্যায় প্রকাশিত ঢাকার নওয়াবজাদী মেহেরবানু অঙ্কিত একটি চিত্র অবলম্বনে রচিত।
- প্রত্যেক মুসলমানের বিশ্বাসের একটি অঙ্গ হচ্ছে শেষ বিচারের দিন বা রোজ কেয়ামত। কবি এই ধর্মীয় বিশ্বাসের অভিজ্ঞতায় ’খেয়াপারের তরণী’ কবিতাটি রচনা করেছেন।
- উপরের উদ্ধৃতাংশটি এই কবিতারই অংশ।