‘পরের দিন উৎসব’ বাক্যের মাঝের শব্দটি কোন কারকের উদাহরণ?
A কর্তৃকারক
B কর্মকারক
C অপাদান কারক
D অধিকরণ কারক
Solution
Correct Answer: Option D
- অধিকরণ কারক ক্রিয়ার সময় বা স্থানকে বোঝায়।
- এই বাক্যে "উৎসব" ক্রিয়াটি কোন সময়ে হবে তা নির্দেশ করছে "পরের দিন" শব্দটি।
- "উৎসব" ক্রিয়াটি "কখন" হবে এই প্রশ্নের উত্তরই হল "পরের দিন"।
- "উৎসব" কাজটি "পরের দিন" নামক সময়ে ঘটবে। তাই "পরের দিন" শব্দটি ক্রিয়ার সময়কে নির্দেশ করে এবং সেকারণে অধিকরণ কারক।