Solution
Correct Answer: Option C
- "have gone" বোঝাচ্ছে যে কাজটি সম্পন্ন হয়েছে এবং এর প্রভাব বর্তমানেও রয়েছে।
- "never to return" হল একটি infinitive phrase যা বোঝাচ্ছে সেই পুরনো দিনগুলো আর কখনও ফিরে আসবে না।
- এই ধরনের গঠন (verb + never to + infinitive) প্রায়ই ব্যবহৃত হয় কোনো কিছুর স্থায়ী অনুপস্থিতি বা অসম্ভাব্যতা বোঝাতে।
- সঠিক উত্তরঃ The good old days have gone, never to return.