হেলসিংকি কোন দেশের রাজধানী?

A সুইডেন

B নরওয়ে

C ফিনল্যান্ড

D পোল্যান্ড

Solution

Correct Answer: Option C

গুরুত্বপূর্ণ কিছু দেশের রাজধানীঃ 
♦ অটোয়া- কানাডার রাজধানী;
♦ মনরোভিয়া- লাইবেরিয়ার রাজধানী;
♦ লাইবেরিয়া সিটি- লাইবেরিয়ার শহর ;
♦ মরোনি- কমোরোসের রাজধানী।
♦ রুয়ান্ডার রাজধানী- কিগার্লি;
♦ উগান্ডার রাজধানী- কাম্পালা;
♦ জিবুতির রাজধানী- জিবুতি ;
♦ নাইজারর রাজধানী- নিয়ামে। 
♦ সুইডেনের রাজধানী- স্টোকহাম;
♦ নরওয়ে রাজধানী- অসলো;
♦ ফিনল্যান্ডের রাজধানী- হেলসিংকি
♦ পোল্যান্ডেরর রাজধানী- ওয়ারশ। 

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions