কোন দেশকে বলা হয় 'পঞ্চম ড্রাগন’?

A দক্ষিণ কোরিয়া

B সিঙ্গাপুর

C চীন

D উপরের কোনোটিই নয়

Solution

Correct Answer: Option D

• ম্যাপল পাতার দেশ/লিলি ফুলের দেশ - কানাডা
• মুক্তার দেশ - কিউবা
• ক্যাঙ্গারুর দেশ/ পশমের দেশ - অস্ট্রেলিয়া
• মেডিটেরিয়নের দেশ - জিব্রাল্টার
• সিল্ক রুটের দেশ - ইরান
• পশুপালনের দেশ - তুর্কিস্তান
• প্রাচীরের দেশ - চীন
• ল্যান্ড অব মার্কেল/মার্বেলের দেশ - ইতালি
• পঞ্চম ড্রাগনের দেশ - তাইওয়ান
• ব্রহ্মদেশ - মিয়ানমার

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions