সামন্তবাদ ও পুজিবাদের দ্বন্দ্ব দেখা যায় কোন গল্পে?
A রাইকমল
B জলসাঘর
C কালিন্দী
D অগ্রদানী
Solution
Correct Answer: Option B
'সামন্তবাদ ও পুঁজিবাদের দ্বন্দ্ব দেখা যায় তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় এর 'জলসাঘর ' গল্পে ।
-এটি প্রকাশিত হয় ১৯৩৭ সালে
-এটি ১১ টি গল্পের সংকলন ।
-প্রতিটি গল্পের পটভূমি গ্রামবাংলার জমিদারের প্রতাপ ও তার অবক্ষয়ের শোচনীয় রূপ।
-জলসাঘর' গল্পের প্রধান বিষয় হল একটি সামন্ততান্ত্রিক জমিদার পরিবারের পতনের চিত্র ।
-জমিদারতন্ত্রের সমৃদ্ধি ও অবসানের রূপ এই গল্পগুলিতে লক্ষ করা যায় ।
-জমিদার বাড়ির ধ্বংসসম্মুখ অবস্থার মধ্যেও সামন্ততান্ত্রিক ঐতিহ্যের কিছু নমুনা গল্পে দেখানো হয়েছে।