বাংলাদেশ ডাক বিভাগ (পোস্টাল অপারেটর) – ১৩.০৫.২০২৩ (70 টি প্রশ্ন )
- প্রদত্ত বাক্যের শূন্যস্থানে are বসবে।
- Sweet শব্দটি এই বাক্যে adjective হিসেবে ব্যবহৃত হয়েছে।
- বাক্যটির subject হচ্ছে the uses.
- এটি একটি inversion of verb এর উদাহরণ।
- স্বাভাবিকভাবে বাক্যটিকে The uses of adversity are sweet লেখা যায়।
যে noun দ্বারা পদার্থের নাম বোঝায় তাকে Material noun বলে। যেমন: Water, iron, oil, gold, salt, diamond ইত্যাদি।
Mathematical Calculations যদি word-এ প্রকাশ করা হয় তখন তা singular verb গ্রহণ করে। অর্থাৎ শূন্যস্থানে makes বসালে বাক্যটি সঠিক হবে। Two and two makes four- দুইয়ে দুইয়ে চার হয়।
'All at once ( হঠাৎ/অপ্রত্যাশিতভাবে) টির অর্থ- suddenly.
Compound sentence-এ সাধারণত একাধিক principal clause-কে and, but, or, yet ইত্যাদি CO- ordinate conjunction দ্বারা যুক্ত করা হয়।
Tiger (বাঘ) এর feminine gender হচ্ছে tigress ।
Tooth and nails (প্রাণপনে/পরিপূর্ণরূপে) idiom টির অর্থ -Tried hard.
‘Um’ যুক্ত singular number কে plural করতে 'um' এর পরিবর্তে a বসাতে হয়। যেমন: Spectrum→ a spectra, Agendum → agenda.
• Dilligent (অধ্যবসায়ী/পরিশ্রমী) এর antonym হচ্ছে indolent (অলস/পরিশ্রমবিমুখ)।
• Cheap- সস্তা;
• simply- সাধারণভাবে;
• garrulous- বাচাল ।

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন

‘কোনো কিছু নিয়ে গর্ব করা' অর্থে pride এর পরে preposition হিসেবে in বসে। He takes pride in his wealth- সে তার সম্পদের গর্ব করে।
- Noun:Habit (অভ্যাস)
- Verb:Habitate(অভ্যস্থ হওয়া)
- Adjective:Habitual(অভ্যাসগত)
- Adverb:Habitually(অভ্যাসগতভাবে)
-A rolling stone gathers no moss (স্থির না হলে উন্নতি হয় না।) একটি প্রবাদ বাক্য।
-সুতরাং শূন্যস্থানে rolling বসবে।
William Shakespeare এর বিখ্যাত নাটকগুলোর মধ্যে Hamlet (1601) অন্যতম। 'To be, or not to be that is the question’ বিখ্যাত এই উক্তিটি নেওয়া হয়েছে Hamlet এর act-III scene-1 থেকে। উক্তিটি এই নাটকের প্রধান চরিত্র Hamlet এর Soliloquy (স্বগতোক্তি)। হ্যামলেট আত্মহত্যা করবে কি করবে না এই সিদ্ধান্তহীনতায় সে প্রদত্ত উক্তিটি করেছে।
কোনো বাক্যের প্রাণশক্তি বা গুরুত্বপূর্ণ অংশ বলা হয়। verb কে। কারণ verb ছাড়া কোন বাক্য গঠিত হয় না।
'ঠিক নির্ধারিত সময়ে/ সময়মত' অর্থে on time ব্যবহৃত হয়। তবে 'সময়সূচি অনুসারে' অর্থে to time এর ব্যবহারও লক্ষ্য করা যায়; 
যখন কোন উৎপাদিত বস্তুর উপাদান চোখে দেখে শনাক্ত করা যায়, তখন সেক্ষেত্রে made of ব্যবহৃত হয়, আর যদি চোখে দেখে তার উপাদান শনাক্ত করা না যায় তাহলে made এর পর from ব্যবহৃত হয়।
- 'Pass away' (মারা যাওয়া) phrasal verb-টির অর্থ-die. মৃত্যুবরণ করা।
- Pass out: অজ্ঞান হয়ে যাওয়া, বেহুশ হয়ে যাওয়া, মূর্ছা যাওয়া। 
See, smell, watch, hear ইত্যাদি verb এর object এর পরে present participle (v + ing) এবং verb এর base form উভয়ই বসে। তবে present participle এর ব্যবহার বেশি পরিলক্ষিত হয়। সাধারণত verb-টি দ্বারা সম্পূর্ণ কাজ নির্দেশ করলে verb এর base form বসে।

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
যে সকল noun দ্বারা দোষ, গুণ, অবস্থা ও কাজের নাম বোঝায় তাকে abstract noun বলে এবং এদের শেষে ce, cy, ty, hood, th, ness, ment, tion, sion, dom ইত্যাদি suffix থাকে। যেমন- honesty, manhood, kindness, passion, infancy etc.
- সাধারণ গুণের উল্লেখ না করে উপমেয় পদের সাথে উপমানের যে সমাস হয়, তাকেই উপমিত কর্মধারয় সমাস বলে।
- এতে দুটো পদই বিশেষ্য হয় এবং উপমেয় পদটি পূর্বে বসে।
- যেমন: চরণকমল (বিশেষ্য + বিশেষ্য) = চরণ কমলের ন্যায়; কুমারী ফুলের ন্যায় = ফুলকুমারী।

- বাক্যের বিভিন্ন ধরনের প্রকাশভঙ্গিকে বাচ্য বলে।
- যে বাচ্যে কর্মপদই কর্তৃস্থানীয় হয়ে বাক্য গঠন করে, তাকে কর্মকর্তৃবাচ্য বলে।
যেমন: বাঁশি বাজে ঐ দূরে। প্রদত্ত বাক্যে ‘বাঁশি’ কর্মপদ; এটি কর্তার কাজ সম্পন্ন করেছে।
- এম আর আখতার মুকুল রচিত আত্মকাহিনী ভিত্তিক মুক্তিযুদ্ধের ইতিহাস নির্ভর গ্রন্থ 'আমি বিজয় দেখেছি' (১৯৮৫)।
- গ্রন্থটিতে লেখক শুধু মুক্তিযুদ্ধের সময়ের মধ্যে সীমাবদ্ধ না থেকে আগরতলা মামলাসহ অন্যান্য বিষয়ও আলোচনা করেছেন।
তাঁর রচিত অন্যান্য গ্রন্থ:
- চল্লিশ থেকে ৭১,
- বায়ান্নর জবানবন্দি,
- একুশের দলিল,
- একাত্তরের বর্ণমালা,
- মহাপুরুষ,
- জয় বাংলা,
- ওরা চারজন,
- বিজয় ৭১,
- চরমপত্র,
- মুজিবের রক্ত লাল।
মাত্রার উপর ভিত্তি করে বর্ণের সংখ্যা-

ব্রাহ্মসমাজের তত্ত্ববোধিনী সভার মুখপত্র হিসেবে অক্ষয়কুমার দত্তের সম্পাদনায় এবং দেবেন্দ্রনাথ ঠাকুরের সার্বিক তত্ত্বাবধানে ১৮৪৩ সালে 'তত্ত্ববোধিনী' পত্রিকা প্রকাশিত হয়। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রাজনারায়ণ বসু, দ্বিজেন্দ্রনাথ ঠাকুর প্রমুখ এ পত্রিকায় নিয়মিত লিখতেন।
‘ঢাকের কাঠি' বাগধারার অর্থ- মোসাহেব / চাটুকার / তোষামুদে। গোঁফ খেজুরে- নিতান্ত অলস।
- কিছু কিছু বিশেষণ পদ কখনো কখনো বাক্যে কর্তা হিসেবে বসে বিশেষ্যরূপে ব্যবহৃত হয়।
- যেমন: সুন্দর মাত্রেরই একটা আকর্ষণ শক্তি আছে। ‘সুন্দর' পদটি বিশেষণ হলেও প্রদত্ত বাক্যে কর্তা হিসেবে ব্যবহৃত হয়ে বিশেষ্য হয়েছে।
তৎসম ব্যঞ্জন সন্ধির নিয়মানুসারে, ম্ এর পর অন্তঃস্থ ধ্বনি য, র, ল, ব কিংবা শ, ষ, স, হ থাকলে, ম্- স্থলে অনুস্বার (ং) হয়। যেমন: সম্+বিধান = সংবিধান; সমৃ+সার = সংসার; সম্+যম = সংযম।

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
শব্দ ও ধাতুর মূলকে বলা হয় প্রকৃতি। কোনো মৌলিক শব্দের যে অংশকে আর কোনোভাবেই বিভক্ত বা বিশ্লেষণ করা যায় না, তাকে প্রকৃতি বলে। প্রকৃতি দুই প্রকার। যথা: ধাতু বা ক্রিয়া প্রকৃতি ও নাম প্রকৃতি বা প্রাতিপদিক।
সঠিক উত্তর: 0 | ভুল উত্তর: 0