Solution
Correct Answer: Option A
বিশকেক রাজধানী ও সর্ববৃহৎ শহর। পূর্বে এটি পিশপেক ও ফ্রুঞ্জি নামেও পরিচিত ছিল। বিশকেক শহর ১৬৯.৬ বর্গকিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত। এটি কোন অঞ্চলের অংশ নয় বরং একটি স্বতন্ত্র অঞ্চল। বিশকেক চারটি জেলায় বিভক্ত, যথা- বিরিনচি মে, লেনিন, ওকতিয়াবর ও সভের্দলভ।