বাংলাদেশ ডাক বিভাগ মেইল অপারেটর -২০১৯ (71 টি প্রশ্ন )
ব্যাঙের সর্দি' বাগধারাটির অর্থ অসম্ভব ঘটনা। আরো কয়েকটি গুরুত্বপূর্ণ বাগধারা: ব্যাঙের আধুলি— সামান্য সম্পদ, ভূশণ্ডির কাক— দীর্ঘজীবী, তাসের ঘর— ক্ষণস্থায়ী বস্তু, গোঁফ খেজুরে— নিতান্ত অলস।
ত্রিভুজের তিনটি কোণের অনুপাত ১:২:৩ হলে
অনুপাতের যোগফল, ১x+২x+৩x = ৬x
প্রশ্নে মতে, 
৬x= ১৮০°
x=৩০°
কোণগুলো যথাক্রমে ৩০°, ৬০°, ৯০°
আমরা জানি,ত্রিভুজের একটি কোণ ৯০° হলে তাকে সমকোণী ত্রিভুজ বলে।

৭:৫ = ৫৬:৪০ (৮ দ্বারা গুণ করে)
৮:৯ = ৪০:৪৫ (৫ দ্বারা গুণ করে)
ধারাবাহিক অনুপাত = ৫৬:৪০:৪৫




একটি ঘনকে ৬ টি বর্গক্ষেত্র আছে । প্রতিটি বর্গক্ষেত্র ৪ সমকোণ। তাহলে ঘনকের মোট ২৪ টি সমকোণ আছে।


ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন



বেগ = ৮৪ কিঃ মিঃ/ঘন্টা
= (৮৪x১০০০)/৩৬০০ = ২৩.৩৩ মি/সে

এখন,
১ সেকেন্ডে অতিক্রম করে ২৩.৩৩ মিটার
৬০ সেকেন্ডে অতিক্রম করে ২৩.৩৩x৬০ = ১৪০০ মিটার
এবার,
ট্রেনের দৈর্ঘ্য + প্লাটফরম দৈর্ঘ্য=১৪০০ মিটার
ট্রেনের দৈর্ঘ্য +৮০০ মিঃ=১৪০০ মিটার
∴ ট্রেনের দৈর্ঘ্য =( ১৪০০ - ৮০০ ) মিটার = ৬০০ মিটার
১ সেকেন্ড = ১০০০০০০০০০ ন্যানো সেকেন্ড
সুতরাং সেকেন্ডে যোগ করতে পারবে = ১০০০০০০০০০/৫০ = ২০০০০০০০ বা ২ কোটি
আমরা জানি, ত্রিভুজের তিনকোণের সমষ্টি ১৮০°
এখন অনুপাতের যোগফল=৩+৪+৫=১২
অতএব কোণগুলো ১৮০° এর ৩/১২=৪৫° .
১৮০° এর ৪/১২=৬০°
এবং ১৮০° এর ৫/১২=৭৫°
ধরি সংখ্যাটি ক
প্রশ্নে মতে, ৩ক + ২ক = ৯০
বা, ৫ক = ৯০
বা, ক = ৯০/৫ 
ক = ১৮
একমাত্র ৫৯ কে ১ এবং ৫৯ ছাড়া অন্য কোন সংখ্যা দ্বারা ভাগ করা যায় না। তাই ৫৯ সংখ্যাটি মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা হবার শর্ত- ১ এবং ঐ সংখ্যা ব্যতীত অন্য কোন সংখ্যা দ্বারা ভাগ করা যাবে না।
১ থেকে ১০০ পর্যন্ত মৌলিক সংখ্যা = ২৫ টি
১ থেকে ১০ পর্যন্ত মৌলিক সংখ্যা = ০৪ টি (২,৩,৫,৭)
১১ থেকে ২০ পর্যন্ত মৌলিক সংখ্যা = ০৪ টি (১১,১৩,১৭,১৯)
২১ থেকে ৩০ পর্যন্ত মৌলিক সংখ্যা = ০২ টি (২৩,২৯,)
৩১ থেকে ৪০ পর্যন্ত মৌলিক সংখ্যা = ০২ টি(৩১,৩৭)
৪১ থেকে ৫০ পর্যন্ত মৌলিক সংখ্যা = ০৩ টি (৪১,৪৩,৪৭)
৫১ থেকে ৬০ পর্যন্ত মৌলিক সংখ্যা = ০২ টি(৫৩,৫৯)
৬১ থেকে ৭০ পর্যন্ত মৌলিক সংখ্যা = ০২ টি(৬১,৬৭)
৭১ থেকে ৮০ পর্যন্ত মৌলিক সংখ্যা = ০৩ টি (৭১,৭৩,৭৯)
৮১ থেকে ৯০ পর্যন্ত মৌলিক সংখ্যা = ০২ টি (৮৩,89)
৯১ থেকে ১০০ পর্যন্ত মৌলিক সংখ্যা = ০১ টি(৯৭)

আমরা জানি, ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি দুই সমকোণ। ত্রিভুজটির তৃতীয় কোণের পরিমাণ = ১৮০° - (১০°+৮০°) = ৯০°, অর্থাৎ ত্রিভুজটি সমকোণী ত্রিভূজ। যার একটি কোণ ৯০° তাকে সমকোণী ত্রিভূজ বলে।

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
Polygamy -অর্থ বহুবিবাহ, 
some -কিছু, 
one - এক, 
more- আরও এবং 
many - অনেক ।

তুলনা করার সময় দুটি Noun - এর প্রথমটির Possessive case হলে পরেরটিও possessive case হয়। এক্ষেত্রে একই noun কে দ্বিতীয়বার repeat না করে সে স্থানে uncountable noun - এর ক্ষেত্রে that of এবং plural countable noun এর ক্ষেত্রে those of বসে।








ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন

সঠিক উত্তর: 0 | ভুল উত্তর: 0