আনসার ভিডিপি উপজেলা সার্কেল অফিসার -২০১৫ (97 টি প্রশ্ন )

বিভিন্ন দেশের মুদ্রার নামঃ
 পাউন্ড - ইংল্যান্ড, সুদান, দক্ষিণ সুদান, মিশর, লেবানন ও সিরিয়া।
 ইয়েন-জাপান।
 ডলার -যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, তাইওয়ান, হংকং, কানাডা, নিউজিল্যান্ড প্রভৃতি।
 ইউরো - ইউরোপীয় ইউনিয়নের ১৯ টি দেশসহ ২৫ টি দেশে ইউরো মুদ্রা প্রচলিত ।

 

here, x+1/x=4 or, (x2+1)/x = 4 or, x2+1 =4x now, x/(x2-3x+1)   = x/(x2+1  -3x)                      = x/(4x-3x)                    = x/x                    =1

 

 

It's an arithmetic Progression.

a= 1, 

d= 5-1=4

nth term =a + (n-1)d

= 1+ (15-1)*4 = 57

 

 

here, x-y=4 …..(i) x+3y= 4….(ii) by doing  (i)-(ii), x-y-x-3y = 4-4 or,-4y =0 or y=0/4 or,y=0 so, x-y=4 or,x=4+0 so,x=4

 

 

আময়া জানি, ফেবুয়ারী ২০০০ সালে ছিল (লীপ ইয়ার) =২৯ দিন সুতরাং, মোট বৃষ্টিপাত =২৯ X.৫৫ = ১৫.৯৫ সে মি

 


- রক্তের তরল অংশকে রক্তরস বা প্লাজমা বলা হয়৷ রক্তরসের প্রায় ৯০% পানি, বাকি ১০% দ্রবীভূত অবস্থায় থাকে, যা বিভিন্নরকমের জৈব এবং অজৈব পদার্থ। 
- রক্তরস কলা থেকে উৎপন্ন বর্জ্য পদার্থ (ইউরিক এসিড,ইউরিয়া) রেচনের জন্য বৃক্কে নিয়ে যায়।
- রক্তরসে শর্করা, লবণ ও ইউরিক এসিড বিদ্যমান থাকে। আর রক্ত কণিকায় থাকে হিমোগ্লোবিন।

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন


x+3>2x-1
⇒ 3+1>2x-x
⇒ 4>x

So, x -এর মান -∞ থেকে 4 পর্যন্ত।






 

দূরবর্তী জ্যা = ২  √  (ব্যাসার্ধ ২- দুরত্ব ২) = ২√  (২৫- ১৬) = ৬ সে মি  

 

চাকা একবার ঘুরে ৩৬০ ডিগ্রি অতিক্রম করে । একানে , চাকা ১ মিনিটে বা ৬০ সেকেন্ডে ১২ বার ঘুরে

তাহলে , ১ বার ঘুরে = ৬০/১২ = ৫ সেকেন্ডে

অর্থাৎ , ৫ সেকেন্ডে ৩৬০ ডিগ্রি ঘুরে    


 

suppose, অপর বাহুর দৈর্ঘ্য =m here, 2(4x + 3 +m ) = 20X or, 4x + 3 +m = 10x or,m=6x – 3

 

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন


 

x2-y2+2y-1 = x2-(y2-2y+1) = x2  -(y-1)2 =(x+y-1)(x-y+1)

 

এখানে, sinA = 12/13

cos2A = 1-sin2A          
         = 1- (12/13)2         
         = 1 - (144/169)        
         = (169-144)/169         
         = 25/169

∴ cosA= 5/13

আবার, tanA = sinA/cosA
         = (12/13) × (13/5)
         = 12/5 

 
 

এখানে , ৪,৫,৬ এর লসাগু = ৬০ সুতরাং, ৬৩ সংখ্যাকে ৪,৫,৬ দ্বারা ভাগ করলে ৩ অবশিষ্ট থাকবে। 

 

 

ধরি, আসল = ক

প্রশ্নমতে,

[{ক(১+৪/১০০)২} - ক] - {ক×২×(৪/১০০)} =১

=> ক =৬২৫ (উত্তর)

 

 

এটি একটি গুণোত্তর ধারা,
যেখানে,
প্রথম পদ (a) = 1
সাধারণ অনুপাত (r) = 1/2
গুণোত্তর ধারার n সংখ্যক পদের যোগফলের সূত্র, Sₙ = a * (1 - rⁿ) / (1 - r)

দেওয়া আছে,
n = 7 (প্রথম সাতটি পদ)
a = 1
r = 1/2
সুতরাং, যোগফল, S₇ = 1 * (1 - (1/2)⁷) / (1 - 1/2)
= (1 - 1/128) / (1/2)
= (127/128) * 2
= 127/64

সুতরাং, ধারাটির প্রথম সাতটি পদের যোগফল হল 127/64.
log42 =x 
⇒ 4= 2  [loga N = x হলে, ax = N]
⇒ 22x = 21
⇒ 2x = 1
⇒ x = 1/2
 

 

বিভাজ্য সংখ্যা গুলো হচ্ছে – ১৫,৩০,৪৫,৬৫,৭৫,৯০

 

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
- বৈরুত: লেবাননের রাজধানী।
- সিডনী: অস্ট্রেলিয়ার একটি বড় শহর।
- মস্কো: রাশিয়ার রাজধানী।
- ভিয়েনা: অষ্ট্রিয়ার রাজধানী।
সঠিক উত্তর: 0 | ভুল উত্তর: 0