Solution
Correct Answer: Option B
১৯৭০ সালের ৭ ডিসেম্বর অনুষ্ঠিত জাতীয়
পরিষদের নির্বাচনে বিজয়ী সদস্যগণ ভারতের আগরতলায়
একত্র হয়ে একটি সরকার গঠন করার বিষয়ে সর্বসম্মত
সিদ্ধান্তে উপনীত হয়। এরই ধারাবাহিকতায় ১০ এপ্রিল,
১৯৭১ সালে মেহেপুরের বৈদ্যনাথতলায় (মুজিবনগর) স্বাধীন
বাংলা অস্থায়ী সরকার গঠন করে। এ সরকার ১৭ এপ্রিল,
১৯৭১ শপথ গ্রহণ করে।