What is the current headquarters of the Bank for International Settlements (BIS)?
Solution
Correct Answer: Option C
- Bank for International Settlements (BIS) প্রতিষ্ঠিত হয়েছিল ১৯৩০ সালের ১৭ মে।
- এটি প্রতিষ্ঠিত হয়েছিল আন্তর্জাতিক আর্থিক সহযোগিতা ও কেন্দ্রীয় ব্যাংকের মধ্যে সমন্বয় সাধনের জন্য।
- BIS এর মুখ্য সদর দপ্তর সুইজারল্যান্ডের Basel শহরে অবস্থিত।
- এতে বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংকগুলি সদস্য হিসেবে যুক্ত আছে এবং বিশ্ব অর্থনীতির মধ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
- London, New York, এবং Frankfurt এই শহরগুলো অন্যান্য অর্থনৈতিক কেন্দ্র হলেও BIS এর সদর দপ্তর সেগুলোর মধ্যে নয়।