বাংলাদেশের টিভিতে প্রথম প্রচারিত নাটক কোনটি?
A একতলা-দোতলা
B মুখ ও মুখোশ
C ত্রিরত্ন
D বাংলাদেশ ও মুক্তিযুদ্ধ
Solution
Correct Answer: Option A
- ঢাকা টেলিভিশনের প্রথম নাটক ছিল একতলা দোতলা।
- এর নাট্যকার শহীদ মুনীর চৌধুরী। প্রযোজক শহীদ মনিরুল আলম।
- ১৯৬৫ সালের ফেব্রুয়ারি মাসে টিভিতে সেই নাটক প্রচারিত হয়।
- নাটকে অভিনয় করেছিলেন ফেরদৌসী মজুমদার।