উপজেলা শিক্ষা অফিসার (TEO)-২০০৪ (96 টি প্রশ্ন )
A) Penance - noun 
B) Penetrate - verb 
C) Pensive - adjective  
D) Pendant - noun 
- "Cheerful" একটি adjective ।

- Cheerful মানে হল আনন্দময়, প্রফুল্ল, উৎফুল্ল বা উল্লসিত। এটি একজন ব্যক্তি বা পরিস্থিতির সুখী ও আশাবাদী স্বভাব বা মেজাজকে বোঝায়।

উদাহরণ:
1. She has a cheerful personality that brightens up the room.
(তার আনন্দময় ব্যক্তিত্ব পুরো ঘরটিকে উজ্জ্বল করে তোলে।)

2. Despite the challenges, he maintained a cheerful attitude.
(সমস্যা সত্ত্বেও, সে তার উৎফুল্ল মনোভাব বজায় রেখেছিল।)

অন্যদিকে, 
A) Freedom - noun 
C) Beautify - verb 
D) Attentively - adverb
Bona-fide (adjective) (লাতিন) প্রকৃত; খাঁটি; আন্তরিক।
Authentic - প্রামাণিক; খাঁটি; অকৃত্রিম।

Counterfeit - জাল; নকল; কৃত্রিম।
Candid - অকপট; মনখোলা; সরল।
- Since থাকলে বাক্য Perfect বা perfect continuous tense হয়।
- যেমনঃ I have been reading since morning.
A fish out of water' (অসস্তিকর অবস্থা) phrase-টির অর্থ - uneasy state.
Diplomatic (adjective):
অর্থ: কূটনৈতিক, সতর্ক, বিচক্ষণ, টেকটুপণাপূর্ণ

Diploma (noun):
অর্থ: ডিপ্লোমা, সনদপত্র, প্রশংসাপত্র


Diplomacy (noun):
অর্থ: কূটনীতি, রাষ্ট্রনীতি, বিচক্ষণতা


Diplomat (noun):
অর্থ: কূটনীতিবিদ, রাষ্ট্রদূত


শুদ্ধ বানানঃ Magnanimous শব্দের অর্থ হচ্ছে  মহানুভব।  
Chapal has made tea.= Present perfect tense
Present perfect tense যুক্ত active voice কে passive voice এ রুপান্তর করার নিয়ম-

Structure:
Object এর subject + have been/ has been + verb এর past participle form + by + subject এর object.
- Tea has been made by Chapal


- মুক্তিযুদ্ধের ১নং সেক্টর চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রাম জেলা এবং নোয়াখালি জেলার মুহুরী নদীর পূর্বাংশের সমগ্র এলাকা নিয়ে গঠিত।
- সেক্টর প্রধান ছিলেন প্রথমে মেজর জিয়াউর রহমান এবং পরে মেজর রফিকুল ইসলাম।
- ১নং সেক্টরের হেডকোয়ার্টার ছিল হরিনাতে।
- এই সেক্টরে প্রায় দশ হাজার মুক্তিযোদ্ধা যুদ্ধ করেন।
- এদের মধ্যে ছিলেন ই.পি.আর, পুলিশ, সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর প্রায় দুই হাজার নিয়মিত সৈন্য এবং গণবাহিনীর সংখ্যা ছিল প্রায় আট হাজার।
- এই বাহিনীর গেরিলাদের ১৩৭টি গ্রুপে দেশের অভ্যন্তরে পাঠানো হয়।

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
- সত্যজিৎ রায় ছিলেন একজন ভারতীয় চলচ্চিত্র নির্মাতা, চিত্রনাট্যকার, শিল্প নির্দেশক, সংগীত পরিচালক এবং লেখক।
- সত্যজিতের জন্ম কলকাতা শহরে সাহিত্য ও শিল্প সমাজে খ্যাতনামা রায় পরিবারে।
- তাঁর পূর্বপুরুষের ভিটা ছিল তৎকালীন ব্রিটিশ ভারতের কিশোরগঞ্জে (বর্তমানে বাংলাদেশ) কটিয়াদী উপজেলার মসূয়া গ্রামে।

তাঁর নির্মিত উল্লেখযোগ্য চলচ্চিত্র-
- পথের পাঁচালি,
- অপুর সংসার,
- অপরাজিত,
- পরশপাথর,
- জলসাঘর ইত্যাদি।
- প্রদত্ত অপশনগুলোর মধ্যে সেন্টমার্টিন বাংলাদেশের সবচেয়ে ছোট ইউনিয়ন।
- বাংলাদেশের ক্ষুদ্রতম ইউনিয়ন ভোলা জেলার দৌলতখান উপজেলার হাজীপুর।
- টেকনাফ থেকে ৪৮ কিলোমিটার দূরে অবস্থিত সেন্টমর্টিন বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ।
- মুক্তিযুদ্ধের শেষের দিকে পাকিস্তানের পরাজয়ের দ্বারপ্রান্তে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর পাকিস্তানী হানাদার বাহিনী পরিকল্পিতভাবে এদেশের বুদ্ধিজীবীদের নির্মমভাবে হত্যা করে। 
- এ হত্যাকাণ্ড সরাসরি রাও ফরমান আলী কর্তৃক পরিচালিত হয় বলে ধারণা করা হয় ।
- প্রতি বছর বাংলাদেশে ১৪ ডিসেম্বর শোকাবহ শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়

• গুরুত্বপূর্ণ কিছু দিবসঃ
- আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস : ৩ ডিসেম্বর
- বিশ্ব স্বাস্থ্য দিবস : ৭ এপ্রিল
- অটিজম সচেতনতা দিবস : ২ এপ্রিল
- আন্তর্জাতিক শ্রমিক দিবস : ১ মে
- বিশ্ব ধাত্রী দিবস : ৫ মে
- রেড ক্রস / রেড ক্রিসেন্ট দিবস : ৮ মে
- বিশ্ব পরিবেশ দিবস : ৫ জুন
- বিশ্ব নারী দিবস : ৮ মার্চ
- জাতীয় পাট দিবস : ৬ মার্চ।
- জাতীয় গণহত্যা দিবস : ২৫ মার্চ
- বিশ্ব বর্ণবৈষম্য দিবস : ২১মার্চ
- আন্তর্জাতিক পানি দিবস : ২২ মার্চ
- আন্তজার্তিক আবহাওয়া দিবস : ২৩ মার্চ
- বিশ্ব ধরিত্রী দিবস : ২২ এপ্রিল
- বিশ্ব শরণার্থী দিবস : ২০ জুন
- আন্তর্জাতিক ডিম দিবস : অক্টোবর মাসের ২য় শুক্রবার
- আন্তর্জাতিক অভিবাসী দিবস : ১৮ ডিসেম্বর
- আন্তর্জাতিক গণহত্যা দিবস : ৯ ডিসেম্বর
- জাতীয় সড়ক দুর্ঘটনা দিবস : ২২ অক্টোবর।
- আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস : ৯ ডিসেম্বর।
- বিশ্ব ধূমপান বর্জন দিবস : ৩১ মে
- বিশ্ব মাদক বিরোধী দিবস : ২৬ জুন
- বিশ্ব জনসংখ্যা দিবস : ১১ জুলাই
- ন্যাশনাল পাবলিক সার্ভিস ডে : ২৩ জুলাই
- বিশ্ব সাক্ষরতা দিবস : ৮ সেপ্টেম্বর
- আন্তজার্তিক গণতন্ত্র দিবস : ১৫ সেপ্ট
- আন্তর্জাতিক শান্তি দিবস : ২১ সেপ্টেম্বর
- আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস : ১৩ অক্টোবর
- আন্তর্জাতিক অহিংস দিবস : ২ অক্টোবর
- বিশ্ব শিক্ষক দিবস : ৫ অক্টোবর
- বিশ্ব প্রাণী দিবস : ৪ অক্টোবর
- বাংলাদেশের সবচেয়ে পুরাতন এবং বৃহৎ কৃষি বিশ্ববিদ্যালয়ের সঠিক নাম বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়। 

- বাংলাদেশের ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রয়েছে মুক্তিযুদ্ধের ভাস্কর্য 'বিজয় ৭১'।
- বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের প্রবেশপথেই শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনের সামনেই স্মৃতিসৌধটি স্থাপন করা হয়েছে।
- ভাস্কর্যটির শিল্পী শ্যামল চৌধুরীর। শিল্পীর তত্ত্বাবধানে ভাস্কর্যটির নির্মাণ কাজ শুরু হয়েছিল ১৯৯৮ খ্রিষ্টাব্দে এবং সম্পন্ন হয়েছিল ২০০০ খ্রিষ্টাব্দে।

- ১৯৮২ সালে দেশের প্রথম গার্লস ক্যাডেট কলেজ প্রতিষ্ঠিত হয় ময়মনসিংহে
- ‘ময়মনসিংহ রেসিডেন্সিয়াল মডেল স্কুল ফর গার্লস’ নামক শিক্ষাপ্রতিষ্ঠানটি ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজে রূপান্তরিত হয়।
- ১৯৮২ সালের ১ জুলাই দেশের প্রথম গার্লস ক্যাডেট কলেজটি গড়ে তোলার দায়িত্ব দেওয়া হয় অধ্যক্ষ করিম উদ্দিন আহমেদকে।
- এটি বাংলাদেশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে সরকারী অনুদানে পরিচালিত বিশেষ ধরনের স্বায়ত্তশাসিত আবাসিক শিক্ষা প্রতিষ্ঠান।

- ‘প্রভু আমার জ্ঞান বৃদ্ধি করো’ এ হচ্ছে কলেজের মূলমন্ত্র।
- ১৯৮৩ সালের ১৯ মার্চ অষ্টম, নবম ও দশম শ্রেণির একঝাঁক নবীন ক্যাডেট নিয়ে আনুষ্ঠানিক যাত্রা শুরু এই ক্যাডেট কলেজের।
Mukti is writing a letter=Present continuous tense
Present continuous tense যুক্ত active voice কে passive voice এ রুপান্তর করার নিয়ম-

Structure:
Object এর subject + am being/is being/are being + verb এর past participle form + by + subject এর object.
- A letter is being written by Mukti.


অপশনগুলোর মধ্যে সঠিক উত্তর- He said he had been working since sunrise.
- কারণ, indirect speech এ say/says/said এবং tell/told + object এর পরে that ব্যবহার না করলেও চলে।
- তবে অন্য সকল verb (boast, explain, exclaim etc ) এর পরে অবশ্যই ‘that’ ব্যবহার করতে হবে।
- A universal truth, Habitual fact, scientific truth এর ক্ষেত্রে reported speech এর verb অপরিবর্তিত থাকে।
- Reporting verb এ tell শুধু indirect speech -এ ব্যবহৃত হয়।  
কোনো কিছুর পার্শ্বে অবস্থান করা বোঝাতে preposition হিসেবে beside ব্যবহৃত হয়। Rita sat on the corner of the table beside the door.
- সুযোগ গ্রহণ করা; কাজে লাগানো অর্থে Avail oneself of বসে।

- যেমনঃ l shall avail myself of this opportunity
- বাক্যের অর্থঃ আমার উচিৎ সুযোগটি লুফে নেয়া ।

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
One of যুক্ত বাক্যের নিয়ম - One of +possessive form+ superlative degree+plural noun+singular verb+extension. One of my best friends is getting married today=আমার অন্যতম সেরা বন্ধু আজ বিয়ে করছে
'Bird's eye view' (ভাসা ভাসা দৃষ্টি/ মোটামুটি ধারণা) idiom-টির অর্থ- A rough idea.
Divide mangoes between the two brothers = দুই ভাইয়ের মধ্যে আমগুলো ভাগ করে দাও
Nabani has been waiting for you for a long time = নবনী তোমার জন্য অনেকক্ষণ অপেক্ষা করিতেছি
- 'আমি তোমাকে খাওয়াই' এর সঠিক ইংরেজি অনুবাদ হল "I feed you"।
- এখানে 'খাওয়াই' শব্দটি গুরুত্বপূর্ণ। এর অর্থ হল কাউকে খাবার দেওয়া বা খাওয়ানো, যা ইংরেজিতে "feed" দিয়ে প্রকাশ করা হয়।
- বাক্যটি বর্তমান কালে আছে, তাই ইংরেজিতেও বর্তমান কাল (present tense) ব্যবহার করা হয়েছে।
- "How long do you know her?" এই বাক্যটি ব্যাকরণগতভাবে ভুল।

- "know" ক্রিয়াপদটি একটি অবস্থাসূচক ক্রিয়া (stative verb)।
- অবস্থাসূচক ক্রিয়ার সাথে সাধারণত present perfect tense ব্যবহার করা হয়, simple present tense নয়।

- সঠিক বাক্য হবে: "How long have you known her?"
- এখানে "have known" ব্যবহার করা হয়েছে, যা present perfect tense।
- Parsimony শব্দের অর্থ হলো খুবই মিতব্যয়িতা বা কৃপণতা, অর্থাৎ প্রয়োজনের তুলনায় অত্যন্ত কম খরচ করা বা খরচ করার ক্ষেত্রে অত্যন্ত সংযমী হওয়া। এটি সাধারণত নেতিবাচক অর্থে ব্যবহৃত হয়, যেখানে একজন ব্যক্তি অতিরিক্ত মিতব্যয়ী বা কৃপণ।
- Miserliness শব্দটিও কৃপণতা বা অতিরিক্ত মিতব্যয়িতার অর্থ প্রকাশ করে, যা parsimony-এর সমার্থক।

অন্যদিকে,
Pathetic: করুণ বা দুঃখজনক।
Miserable: হতাশ, দুঃখময় বা দুর্দশাগ্রস্ত।
Lavish: উদারভাবে বা প্রচুর খরচ করা, বিপরীত অর্থে (অমিতব্যয়ী)।

তাহলে Parsimony এর অর্থ Miserliness সঠিক।
- ‘Vanity Fair’ William Makepeace Thackeray এর Novel.
- "Vanity Fair" উপন্যাসটি ব্রিটিশ সমাজের বাস্তব চিত্র তুলে ধরে, যেখানে সমাজের ভণ্ডামি, লোভ, এবং উচ্চাকাঙ্ক্ষার কাহিনি ফুটিয়ে তোলা হয়েছে।
- এর কেন্দ্রীয় চরিত্র রেবেকা শার্প এবং অ্যামেলিয়া সেডলি, যারা দুই ভিন্ন ধরণের নারী এবং তাদের জীবন সংগ্রাম ও সামাজিক অবস্থার প্রেক্ষাপট দেখানো হয়েছে।
- Thackeray এই উপন্যাসটি তাঁর অন্যতম সেরা সাহিত্যকর্ম হিসেবে বিবেচিত হয়।

- তাঁর প্রধান কিছু সাহিত্যকর্ম হলো: Catherine, The Luck of Barry Lyndon, Men's Wives, Denis Duval ইত্যাদি।
Who যুক্ত active voice কে passive voice এ রুপান্তর করার নিয়ম-

Structure:
Who এর পরিবর্তে By whom + tense ও person অনুযায়ী Auxiliary verb + object এর subject + অনেক সময় tense অনুযায়ী কর্তার পরে be/ being/ been বসাতে হয় + verb এর past participle form + ?.
সঠিক বাক্যটি হলো:  By whom was the pencil broken?


complex sentence : "I do not know what his father's name is"।

Independent clause: "I do not know" - এটি মূল বাক্য বা স্বাধীন clause।

Dependent clause: "what his father's name is" - এটি subordinate clause যা what দ্বারা যুক্ত হয়েছে। এখানে "what" একটি relative pronoun, যা বাক্যকে complex sentence হিসেবে গঠন করতে সাহায্য করছে।

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
Third Conditional-এর নিয়ম অনুযায়ী:
If + subject + past perfect tense দ্বারা শুরু হলে, দ্বিতীয় অংশে subject + would have/could have/might have + past participle ফর্মে বাক্য গঠিত হয়।
উদাহরণ হিসেবে, "If she had studied harder" অংশে:
- "had studied" হলো past perfect tense।
- এরপর, দ্বিতীয় অংশে would have ব্যবহার করে এবং পরবর্তী verb এর past participle form ব্যবহার করা হয়। 

সুতরাং, সঠিক বাক্য হবে: "If she had studied harder, she would have done well." 
সঠিক উত্তর: 0 | ভুল উত্তর: 0