সহকারী উপজেলা/থানা শিক্ষা অফিসার - ৩১.০৭.২০০৯ (91 টি প্রশ্ন )
বাংলা সহ ১৯৮ টি লিপির উৎপত্তি ব্রাহ্মী লিপি হতে। সম্রাট অশোক তার অধিকাংশ লিপি লেখেন ব্রাহ্মী লিপিতে। তবে ব্রাহ্মী লিপি থেকেই মধ্য ভারতীয় লিপি ও পূর্বী লিপির উৎপত্তি।
ব্রাহ্মী লিপির তিনটি রূপ রয়েছেঃ 
- সারদা,
- নাগর ও
- কুটিল।
- মেঘনাদবধ কাব্য ১৯-শতকীয় বাঙালি কবি মাইকেল মধুসূদন দত্ত কর্তৃক অমিত্রাক্ষর ছন্দে লেখা একটি মহাকাব্য।
- এটি ১৮৬১ সালে দুই খণ্ডে বই আকারে প্রকাশিত হয়।
- কাব্যটি মোট নয়টি সর্গে বিভক্ত।
- মেঘনাদবধ কাব্য হিন্দু মহাকাব্য রামায়ণ অবলম্বনে রচিত, যদিও এর মধ্যে নানা বিদেশী মহাকাব্যের ছাপও সুস্পষ্ট।
সৈয়দ মুজতবা আলী একজন বাঙালি সাহিত্যিক ও শিক্ষাবিদ৷ তিনি তার ভ্রমণকাহিনীর জন্য বিশেষভাবে জনপ্রিয়৷
তার রচিত ছোটগল্প - চাচা কাহিনী (১৯৫২), টুনি মেম (১৯৬৪)।

ভ্রমণকাহিনী -দেশে বিদেশে, জলে ডাঙ্গায়৷। 

রম্যরচনা - পঞ্চতন্ত্র, ময়ূরকন্ঠী ।
- রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যধর্মী উপন্যাস 'শেষের কবিতা' ।
- এটি ১৯২৮ সালে 'প্রবাসী' পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয় ।
- উপন্যাসের প্রধান চরিত্র অমিত রায় ব্যারিস্টারি পড়তে বিলেতে যায় । তার ছেলে বন্ধুর চেয়ে মেয়ে বন্ধু বেশি । এদের মধ্যে কেতকীর সাথে অমিতের প্রেম হয় এবং অমিতের দেয়া আংটিও পরে। ব্যারিস্টার হয়ে দেশে ফিরে অমিত শিলংয়ে বেড়াতে গেলে উপন্যাসের মূল নায়িকা লাবণ্যের সাথে পরিচয় থেকে প্রেম হয় । কিন্তু লাবণ্য বুঝতে পারে অমিত রোমান্টিক জগতের স্বপ্নাতুর ব্যক্তি । তবুও তাদের বিয়ে ঠিক হলে উপস্থিত হয় কেতকী । ভেঙ্গে যায় বিয়ে ।কেতকীর সাথে অমিতের বিয়ে উপন্যাসকে ভিন্নতর রূপ দান করেছে। লাবণ্য বিয়ে করে শোভনলালকে। 
- অগ্নিবীণা বিংশ শতাব্দীর প্রথমার্ধের অন্যতম জনপ্রিয় বাঙালি কবি কাজী নজরুল ইসলামের প্রথম কাব্যগ্রন্থ। এটি ১৩২৯ বঙ্গাব্দের কার্তিক মাসে (অক্টোবর, ১৯২২ খ্রিষ্টাব্দ) প্রকাশিত হয়।
এই গ্রন্থে মোট বারোটি কবিতা আছে।

কবিতাগুলি হচ্ছেঃ
- ‘প্রলয়োল্লাস (কবিতা)’,
- ‘বিদ্রোহী’,
- ‘রক্তাম্বর-ধারিণী মা’,
- ‘আগমণী’,
- ‘ধূমকেতু’,
- কামাল পাশা’,
- ‘আনোয়ার ‘রণভেরী’,
- ‘শাত-ইল-আরব’,
- খেয়াপারের তরণী’,
- কোরবানী’ ও
- মোহররম’।
- সৈয়দ শামসুল হক (জন্মঃ ২৭ ডিসেম্বর, ১৯৩৫) একজন বিখ্যাত বাংলাদেশী সাহিত্যিক।
- তিনি কুড়িগ্রামে জন্মগ্রহণ করেন। কবিতা, উপন্যাস, নাটক, ছোটগল্প তথা সাহিত্যের সকল শাখায় সাবলীল পদচারণার জন্য তাঁকে 'সব্যসাচী লেখক' বলা হয়।
- সব্যসাচী লেখক হিসেবে তাঁর পরিচিতি রয়েছে।।
- সৈয়দ শামসুল হক মাত্র ২৯ বছর বয়সে বাংলা একাডেমী পুরস্কার পান।
- বাংলা একাডেমী পুরস্কার পাওয়া সাহিত্যিকদের মধ্যে তিনিই সবচেয়ে কম বয়সে এ পুরস্কার লাভ করেছেন।
- ‘হুতোমী বাংলা’ হল কালীপ্রসন্ন সিংহ অনুসৃত রীতির ভাষা।
- কালীপ্রসন্ন সিংহ “হুতোম প্যাঁচার নকশা” যা প্রকাশিত হয় ১৮৬২ সালে, এইখানে অত্যন্ত বেদনার সঙ্গে সে যুগের সমাজজীবনের ক্ষত চিহ্নের যথার্থ ছবি ফুটিয়ে তুলেছেন৷
- এছাড়াও তিনি বাংলা ভাষা অনুশীলনের জন্য 'বিদ্যোৎসাহিনী সভা', 'বিদ্যোৎসাহিনী পত্রিকা’, 'বিদ্যোৎসাহিনী রঙ্গমঞ্চ' প্রতিষ্ঠা করেছিলেন।
- 'হুতোমী গদ্যের' লেখকের নাম কালী প্রসন্ন সিংহ।
বেগম রোকেয়া হলেন একজন বাঙালি চিন্তাবিদ, প্রাবন্ধিক, ঔপন্যাসিক, সাহিত্যিক ও সমাজ সংস্কারক। তিনি বাঙালি মুসলিম নারী জাগরণের অগ্রদূত এবং প্রথম বাঙালি নারীবাদী।
- রোকেয়া জন্মগ্রহণ করেন ১৮৮০ সালে রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার অর্ন্তগত পায়রাবন্দ গ্রামে।
- তার প্রকৃত নাম 'রোকেয়া খাতুন' এবং বৈবাহিকসূত্রে নাম 'রোকেয়া সাখাওয়াত হোসেন'।
- ১৯৩২ সালের ৯ ডিসেম্বর বেগম রোকেয়া কলকাতায় মৃত্যুবরণ করেন।
- তাঁর উল্লেখযোগ্য রচনা: অবরোধবাসিনী। পদ্মরাগ, সুলতানার স্বপ্ন ইত্যাদি।


- 'বনলতা সেন' জনপ্রিয়তম বাংলা কবিতাগুলোর মধ্যে অন্যতম।
- কবিতাটির রচয়িতা বিংশ শতাব্দীর আধুনিক বাঙ্গালী কবি জীবনানন্দ দাশ।
- 'বনলতা সেন' প্রধানত রোমান্টিক গীতি কবিতা হিসেবে সমাদৃত।

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
- লাইনগুলো আবদুল হাকিম রচিত 'নুরনামা' কাব্যের অন্তর্গত ‘বঙ্গবাণী’ কবিতা থেকে নেয়া হয়েছে।
- আব্দুল হাকিম সপ্তদশ শতাব্দীর মুসলিম কবি।
- বাংলা ভাষার প্রতি অবজ্ঞার জবাবে আব্দুল হাকিম তাঁর "নূরনামা" কাব্যে লিখেছিলেনঃ

''যে সব বঙ্গেত জন্মি হিংসে বঙ্গবাণী।

সে সব কাহার জন্ম নির্ণয় ন জানি।''

 


• বাংলা সাহিত্যে চলিত ভাষার প্রবর্তক ও বিদ্রূপাত্মক প্রাবন্ধিক হিসেবে পরিচিত প্রমথ চৌধুরী।
• তিনি 'বীরবল' ছদ্মনাম ব্যবহার করে অনেক রচনা প্রকাশ করেন।
• তাঁকে বাংলা গদ্যে চলিত রীতির প্রবর্তক বলা হয়।
• 'বীরবলের হালখাতা' তাঁর রচিত প্রথম চলিত রীতির গদ্য রচনা।
- কাজী নজরুল ইসলাম বিদ্রোহি কবি হিসেবে পরিচিত।
রবীন্দ্রনাথ ঠাকুর ১৯১৩ সালে তার গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য নোবেল পুরষ্কার লাভ করেন।

তার গুরুত্তপুর্ণ তথ্য ঃ
» প্রথম কাব্য- বনফুল (পত্রিকায় প্রকাশিত)
» প্রথম প্রকাশিত উপন্যাস- বৌ-ঠাকুরাণীর হাট (১৮৮৩)
» প্রথম রচিত উপন্যাস- করুণা (১৮৭৭)
» প্রথম প্রকাশিত ছোট গল্প – ভিখারিনী (১৮৭৪)।
» প্রবন্ধ- বিবিধপ্রসঙ্গ (১৮৮৩)
» সম্পাদক- মাসিক সাধনা (১৮৯৪), ভারতী, বঙ্গদর্শন
» উপাধি- বিশ্বকবি। ছদ্মনাম- ভানুসিংহ।
» নাইট উপাধি লাভ- ১৯১৫ সালে।
» নাইট উপাধি বর্জন- ১৯১৯ সালে। ইংরেজ কর্তৃক পাঞ্জাবের অমৃতসরে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রতিবাদে।
» নোবেল পুরস্কার পান- গীতাঞ্জলি কাব্যের জন্য (১৯১৩ সালে) (গীতাঞ্জলির ইংরেজি অনুবাদ ‘ংড়হম ড়ভভবৎরহমং’)
» পুরস্কার ও সম্মাননা- নোবেল পুরস্কার (১৯১৩), কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃক ডি-লিট (১৯১৩), অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় কর্তৃক ডি-লিট (১৯৪০), ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃক ডি-লিট (১৯৩৬)।

* অর্থগতভাবে বাংলা ভাষার শব্দ সমূহকে তিনভাগে ভগা করা হয়েছে।

যেমন: ১. যৌগিক শব্দ, ২. রূঢ় বা রুঢ়ি শব্দ ও ৩. যোগরূঢ় শব্দ

* গঠন অনুসারে শব্দের শ্রেণীবিভাগঃ ২ প্রকার-

যেমন: ১. মৌলিক শব্দ ও ২. সাধিত শব্দ বা যৌগিক শব্দ।

* উৎপত্তি অনুসারে শব্দের শ্রেণীবিভাগঃ ৫ প্রকার-

যেমন: ১। তৎসম, ২। অর্ধ-তৎসম, ৩। তদ্ভব, ৪। দেশি ও ৫।বিদেশি।

 
- A Farewell to Arms হচ্ছে একটি উপন্যাস।
- এটি রচনা করেছেন Earnest Hemingway।
- উপন্যাসটিতে তিনি ১ম বিশ্বযুদ্ধ চলাকালীন ইতালীয়ান সেনাবাহিনীতে অ্যাম্বুলেন্স চালক হিসেবে কর্মরত যুবক Lieutenant Fedric Henry এবং Katherine Barkley নামক একজন ব্রিটিশ নার্সের মধ্যকার ভালোবাসাকে ফুটিয়ে তুলেছেন যুদ্ধবাস্তবতার মধ্য দিয়ে ।
- Earnest Hemingway ছিলেন আমেরিকার বিখ্যাত ঔপন্যাসিক ও সাংবাদিক ।
- A Farewell to Arms এর  কিছু চরিত্র হল -Lieutenant Frederic Henry, Catherine Barkley, Lieutenant Rinaldi.
- তাঁর অন্যান্য উপন্যাসসমূহ -The Old Man and The Sea, The Sun Also Rises ,For Whom the Bell Tolls ইত্যাদি।
- জসীম উদদীনের শ্রেষ্ঠ কাহিনীকাব্য নকশী কাঁথার মাঠ (১৯২৯) । এর নায়ক রূপাই এবং নায়িকা সাজু । 
- পল্লীকবি জসীমউদ্দীন ফরিদপুর জেলার তাম্বুলখানা গ্রামে ১৯০৩ সালের ১ জানুয়ারি জন্মগ্রহণ করেন।
• তাঁর রচিত কাব্যগ্রন্থঃ
- সোজন বাদিয়ার ঘাট (১৯৩৪),
- মহরম,
- দুমুখো চাঁদ পাহাড়ি (১৯৮৭),
- হাসু (১৯৩৮),
- রুপবতি (১৯৪৬),
- মাটির কান্না (১৯৫১),
- এক পয়সার বাঁশী (১৯৫৬),
- সখিনা (১৯৫৯),
- সুচয়নী (১৯৬১),
- ভয়াবহ সেই দিনগুলিতে (১৯৬২),
- মা যে জননী কান্দে (১৯৬৩),
- হলুদ বরণী (১৯৬৬),
- রাখালী (১৯২৭),
- নকশী কাঁথার মাঠ (১৯২৯),
- বালুচর (১৯৩০),
- ধানখেত (১৯৩৩), 
- জলে লেখন (১৯৬৯),
- পদ্মা নদীর দেশে (১৯৬৯),
- কাফনের মিছিল (১৯৭৮)। 
- ১৯৯৯ সালে ইংল্যান্ডে ৭ম বিশ্বকাপে বাংলাদেশ প্রথমবারের মতো অংশগ্রহণ করে।
- বাংলাদেশ বিশ্বকাপে প্রথম ম্যাচ খেলে নিউজিল্যান্ডের বিপক্ষে ১৭ মে, ১৯৯৯ সালে।
- প্রথম জয় লাভ করে স্কটল্যান্ডের বিরুদ্ধে।
- এই বিশ্বকাপে বাংলাদেশ দলের অধিনায়ক ছিলেন আমিনুল ইসলাম বুলবুল।
- মুহাম্মদ আতাউল গণি ওসমানী, যিনি জেনারেল এম. এ. জি. ওসমানী নামে অধিক পরিচিত।
- বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় মুক্তিবাহিনী ও সেনাবাহিনীর প্রধান সেনাপতি ছিলেন।
- তিনি বঙ্গবীর নামেও পরিচিত।
- ১৯১৮ সালের পয়লা সেপ্টেম্বর সিলেটের সুনামগঞ্জে তাঁর জন্ম।
- তিনি ১৯৩৪ সালে সিলেট সরকারি হাই স্কুল থেকে প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হন এবং ১৯৩৮ সালে আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি লাভ করেন।
- সত্তরের সাধারণ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হিসেবে তিনি পাকিস্তান জাতীয় পরিষদের সদস্য নির্বাচিত হন।
- স্বাধীনতার পর ১৯৭২ সালের ৭ এপ্রিল সেনাবাহিনীতে জেনারেল পদ বিলুপ্ত হওয়ার পর তিনি সামরিক বাহিনী থেকে অবসরগ্রহণ করেন।
- ১৯৮৪ সালের ১৬ ফেব্রুয়ারি ওসমানী ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসার্থে লন্ডন থাকাকালে মৃত্যুবরণ করেন।
- তাঁকে পূর্ণ সামরিক মর্যাদায় সিলেটে সমাহিত করা হয়।
- তাঁর স্মরণে ঢাকায় ‘ওসমানী উদ্যান’ গড়ে উঠেছে এবং বাংলাদেশ সচিবালয়ের বিপরীতে ‘ওসমানী মেমোরিয়াল হল’ স্থাপিত হয়েছে।
- পরিবাহী তারের মাধ্যমে দূরবর্তী লোকের সাথে কথা বলার যন্ত্রকে টেলিফোন বলা হয়।

- ১৮৭৬ সালে আলেকজান্ডার গ্রাহাম বেল টেলিফোনের আবিষ্কার করেন।

- তখন থেকে টেলিফোন যোগাযোগের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠেছে।
- সাহেবজাদা সৈয়দ ইস্কান্দার আলি মির্জা ছিলেন একজন বাঙালি রাজনীতিবিদ এবং পাকিস্তানের প্রথম রাষ্ট্রপতি।
- তিনি ১৯৫৬ থেকে ১৯৫৮ সাল পর্যন্ত এই পদে দায়িত্বপালন করেন। এর পূর্বে ১৯৫৫ থেকে ১৯৫৬ সাল পর্যন্ত তিনি পাকিস্তানের শেষ গভর্নর জেনারেল হিসেবে দায়িত্বপালন করেছেন।
- ১৯৫৬ সালে সংবিধান প্রণয়নের পর তিনি প্রথম রাষ্ট্রপতি হন।
- তার রাষ্ট্রপতিত্বকালে রাজনৈতিক অস্থিরতা বিরাজ করছিল।
- ১৯৫৮ সালে তিনি সংবিধান স্থগিত করে সামরিক আইন জারি করেন।

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
- 'আমার ভাইয়ের রক্তে রাঙানো' একটি বাংলা গান, যে গানের কথায় ১৯৫২ সালের ফেব্রুয়ারি ২১ তারিখে সংঘটিত বাংলা ভাষা আন্দোলনের করুণ ইতিহাস ফুটে উঠেছে।
- সাংবাদিক ও লেখক আবদুল গাফফার চৌধুরী ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারিতে গানটি রচনা করেন।
- প্রথমে আবদুল লতিফ গানটি সুরারোপ করেন। তবে আলতাফ মাহমুদের করা সুরটিই অধিক জনপ্রিয়তা লাভ করে, ১৯৫৪ সালের প্রভাত ফেরীতে প্রথম গাওয়া হয় আলতাফ মাহমুদের সুরে আমার ভাইয়ের রক্তে রাঙানো গানটি এবং এটিই এখন গানটির প্রাতিষ্ঠানিক সুর।
- ১৯৬৯ সালে জহির রায়হান তাঁর 'জীবন থেকে নেওয়া' চলচ্চিত্রে গানটি ব্যবহার করেন।
- রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত গান "আমার সোনার বাংলা" ১৯৭১ সালে বাংলাদেশের জাতীয় সংগীত হিসেবে স্বীকৃতি লাভ করে।

- রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত গান "জনগণমন-অধিনায়ক জয় হে" ১৯৫০ সালে ভারতের জাতীয় সংগীত হিসেবে স্বীকৃতি লাভ করে।

- রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত গান "নমো নমো শ্রীলঙ্কা মাতা" শ্রীলঙ্কার একটি জাতীয় সঙ্গীত হিসেবে প্রচলিত আছে, কিন্তু এটি সরকারীভাবে স্বীকৃত নয়।
সূর্যরশ্মি আসলে আলোকরশ্মি, যা শূন্যে সর্বোচ্চ গতিতে ভ্রমণ করে। আলোর গতি হল:
- প্রায় ২৯৯,৭৯২,৪৫৮ মিটার প্রতি সেকেন্ডে বা প্রায় ১,০৭৯,২৫২,৮৫০ কিলোমিটার প্রতি ঘন্টায়
- এই গতি এত দ্রুত যে আলো পৃথিবী থেকে চাঁদে পৌঁছাতে মাত্র ১.৩ সেকেন্ড সময় নেয়।
- আলোর এই গতি বিজ্ঞানে একটি ধ্রুবক হিসেবে ব্যবহৃত হয়।
- আইনস্টাইনের আপেক্ষিকতার তত্ত্ব অনুযায়ী, কোনো বস্তু বা তথ্য আলোর গতি অতিক্রম করতে পারে না।
- সূর্য থেকে পৃথিবীতে আলো পৌঁছাতে প্রায় ৮ মিনিট ২০ সেকেন্ড সময় লাগে।
- ১৯০৫ সালে আইনস্টাইনের থিওরি অব রিলেটিভিটি থেকে বিশ্বের সবচেয়ে বিখ্যাত সমীকরণ E=MC² বের হয়।
- আধুনিক পদার্থ বিজ্ঞানের জনক জার্মানির আলবার্ট আইনস্টাইনের ‘থিওরি অব স্পেশাল রিলেটিভিটি’ বা বিশেষ আপেক্ষিকতা তত্ত্বের ফল এই সমীকরণ৷
- আপেক্ষিক তত্ত্ব অনুসারে দৈর্ঘ্য,ভর ও সময় আপেক্ষিক ,যা বস্তু বা প্রসঙ্গ কাঠামোর উপর নির্ভরশীল।একে আইনস্টাইনের আপেক্ষিকতা বলে।
- ১৯১৪ সালে হেরোইন স্রোতের মতো বিকোয় মানুষের কাছে এবং এর ওভারডোজে বেশি কাজ হয় দেখে মানুষ তা বেশি পরিমাণে গ্রহণ করতে শুরু করে।
- আমেরিকায় চিকিৎসকের প্রেসক্রিপশন ব্যতীত হেরোইন বিক্রি নিষিদ্ধ করা হয়।
- প্রথম বিশ্বযুদ্ধে জার্মানদের পরাজয়ের পর ১৯১৯ সালের 'ট্রিটি অব ভার্সাইলস' এর মাধ্যমে বেয়ার অ্যাসপিরিন ও হেরোইনের ওপর থেকে কিছু ট্রেডমার্ক হারায়।
- কাজী নজরুল ইসলামের জন্ম ১৮৯৯ খ্রিষ্টাব্দের ২৪ মে (জ্যৈষ্ঠ ১১, ১৩০৬ বঙ্গাব্দ) ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার আসানসোল মহকুমার চুরুলিয়া গ্রামে।
- ১৯১৭ খ্রিষ্টাব্দের শেষদিকে নজরুল সেনাবাহিনীতে যোগ দেন।
- করাচি সেনানিবাসে বসে নজরুল যে রচনাগুলো সম্পন্ন করেন তার মধ্যে রয়েছে, বাউণ্ডুলের আত্মকাহিনী (প্রথম গদ্য রচনা), মুক্তি (প্রথম প্রকাশিত কবিতা)। - ১৯২২ খ্রিষ্টাব্দের ১২ই আগস্ট নজরুল ধূমকেতু পত্রিকা প্রকাশ করেন।
- পত্রিকার ২৬ সেপ্টেম্বর, ১৯২২ সংখ্যায় নজরুলের কবিতা আনন্দময়ীর আগমনে প্রকাশিত হয়। এই রাজনৈতিক কবিতা প্রকাশিত হওয়ায় ৮ নভেম্বর পত্রিকার উক্ত সংখ্যাটি নিষিদ্ধ ঘোষিত হয়।
- ১৯৭২ খ্রিষ্টাব্দের ২৪ মে তারিখে ভারত সরকারের অনুমতিক্রমে কবি নজরুলকে সপরিবারে বাংলাদেশে নিয়ে আসা হয়।
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডক্টরেট ডিগ্রি প্রদান ১৯৭৪ সালে। 
- ২৯ আগস্ট, ১৯৭৬ সালে ৭৭ বছর বয়সে তিনি মারা যান। 
- 'আমার সোনার বাংলা' এই গানটি ১৯৭১ খ্রিস্টাব্দে স্বাধীন রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠিত বাংলাদেশের জাতীয় সঙ্গীত।
- এ গানের রচয়িতা ও সুরকার রবীন্দ্রনাথ ঠাকুর।
- ১৯০৫ খ্রিস্টাব্দে বঙ্গভঙ্গ আন্দোলনের পরিপ্রেক্ষিতে এই গানটি রচিত হয়েছিল।
- ১৯৭২ খ্রিস্টাব্দে এ গানটির প্রথম দশ লাইন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ রাষ্ট্রের জাতীয়সঙ্গীত হিসেবে নির্বাচিত হয়।
- ১৯৭১ সালের ১০ এপ্রিল মুজিবনগর সরকার গঠিত হয়।
- এতে আওয়ামী লীগ সভাপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রাষ্ট্রপতি (পদাধিকার বলে সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক) এবং সৈয়দ নজরুল ইসলাম কে উপ-রাষ্ট্রপতি (বঙ্গবন্ধু অনুপস্থিতে অস্থায়ী রাষ্ট্রপতি, সশস্ত্র ও মুক্তিবাহিনীর সর্বাধিনায়ক) নিযুক্ত করা হয়।
- তাজউদ্দিন আহমদকে মুজিব নগর সরকারের প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়।
- ক্যাপ্টেন এম. মনসুর আলী অর্থ-বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হয়।
- আমিষের কার্যকারিতাঃ
আমাদের দেহের অস্থি, পেশী, বিভিন্ন দেহযন্ত্র, রক্ত কণিকা থেকে শুরু করে দাঁত, চুল, নখ পর্যন্ত প্রোটিন দিয়ে গঠিত।

- উৎসগত দিক দিয়ে আমিষের শ্রেণীবিভাগঃ
যেমন: মাছ, মাংস, ডিম, দুধ ইত্যাদি। এই প্রোটিনকে প্রথম শ্রেণীর প্রোটিন বলে।
- সামুদ্রিক মাছে প্রচুর পরিমানে আমিষ পাওয়া যায়।

উদ্ভিজ্জ আমিষ: উদ্ভিদ জগৎ থেকে প্রাপ্ত আমিষকে উদ্ভিজ্জ আমিষ বলে।
যেমন: ডাল, বাদাম, সয়াবিন, শিমের বিচি ইত্যাদি
- তেলাপোকা, শামুক, এবং মাছ সকলেই বহুকোষী প্রাণী।
- অ্যামিবা একটি এককোষী প্রাণী।
- অ্যামিবা প্রোটোজোয়া গোষ্ঠীর অন্তর্গত।
- এটি মিঠা পানি, লবণাক্ত পানি, এবং মাটিতে পাওয়া যায়।

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
- ভূ-পৃষ্ঠ থেকে বহু উপরে উঠলে শরীর ফেটে রক্ত পড়ে কারণ সেখানে বায়ুর চাপ কম।

- আমরা যে বায়ুমণ্ডলে বাস করি, সেখানে বায়ুর একটি নির্দিষ্ট চাপ রয়েছে। এই চাপ আমাদের শরীরের অভ্যন্তরীণ চাপকে সামঞ্জস্য রাখতে সাহায্য করে।

- আমাদের শরীরের অভ্যন্তরীণ চাপ তখনও একই থাকে, কিন্তু বাইরের চাপ কমে যাওয়ায় শরীরের অভ্যন্তরীণ অঙ্গগুলোতে চাপ বেড়ে যায়।
সঠিক উত্তর: 0 | ভুল উত্তর: 0