সহকারী উপজেলা/থানা শিক্ষা অফিসার - ২৪.১২.২০১০ (96 টি প্রশ্ন )
প্রশ্নমতে,
৫৬০ - ক = ৩৮০ + ৩.৫ক

বা, ৫৬০ - ৩৮০ = ৩.৫ক + ক = ৪.৫ক

বা, ৪.৫ক = ১৮০

বা, ক = ১৮০/৪.৫ = ৪০


তাহলে, ৫৬০ - ৪০ = ৫২০


সরিষা খৈল খুব উপকারী একটি জৈব সার। 

গাছের বৃদ্ধিতে সাহায্য করে, কারন এতে গাছের জন্য পর্যাপ্ত পরিমাণ নাইট্রোজেন থাকে।

সরিষার খৈল দিয়ে দুই ভাবে জৈব সার তৈরী করা যায়। তবে তরল আকারে তৈরী জৈব সার ব্যবহার সহজ এবং বেশ কার্যকরী।

সরিষার খৈল এর দ্রবন থেকে যে উপকারী তরল সার তৈরি হয় তা গাছের জন্য খুবই গুরুত্বপূর্ণ ।


If f(-1)= -1
তাহলে, F(x) = x2 + (1/x-1) - 1 
                 = (1)2 + {1/(-1)-1} - 1                   
                 = 1 - 1 - 1                      
                 = -1
ডিম পঁচে গেলে সেখানে হাইড্রোজেন সালফাইড গ্যাস উৎপন্ন হয় এবং পঁচা ডিমের দুর্গন্ধের জন্য এ গ্যাসটিই দায়ী। ইথেন একটি বর্ণহীন ও গন্ধহীন গ্যাস। অ্যাসিটিলিন গ্যাস অক্সিজেনের সঙ্গে মিশ্রিত করে ধাতু ঝালাই কাজে ব্যবহৃত হয়। হিলিয়াম একটি বর্ণহীন , গন্ধহীন ও স্বাদহীন গ্যাস। এটি বেলুন ও উড়োজাহাজে ব্যবহৃত হয়।
ভিটামিন সি এর অভাব তীব্র হলে স্কার্ভি রোগ হয়। এ রোগের লক্ষণ গুলো হলো-দাঁতের মাড়ি স্পঞ্জের মত ফুলে যায়, রক্ত ও পূজ পড়ে। দাঁতের গোড়া আলগা হয়ে দাঁত অকালে পড়ে যায়।
চকের বেশ কিছু প্রকারভেদ রয়েছে। যেমন প্রাকৃতিক চক ও কৃত্রিম চক। প্রাকৃতিক চক তৈরি হয় ক্যালসিয়াম কার্বনেট (CaCo3) থেকে। পানির নীচে বছরের পর বছর জমে থাকার ফলে এই ক্যালসিয়াম কার্বনেটের রাসায়নিক গঠন পরিবর্তন হয়ে কালক্রমে চকে রূপান্তরিত হয়। প্রায় একই প্রক্রিয়ায় তৈরি হয় লাইমস্টোন এবং মার্বেল। তবে বর্তমানে কৃত্রিম চক তৈরি হয় জিপসাম (ক্যালসিয়াম সালফেট CaSO4)থেকে।
বাজারে প্রচলিত অনেক গাইড বইয়ে এটার উত্তর 'গামা' দেওয়া আছে যা ভুল। আমরা জানি 'গামা' একটা তেজস্ক্রিয় রশ্মি যেটা উচ্চ পারমাণবিকসংখ্যা ও উচ্চ পারমাণবিক ভরসংখ্যা বিশিষ্ট মৌলিক পদার্থ থেকে স্বতঃস্ফূর্তভাবে নির্গত হয়।  রঙিন টেলিভিশন Cathode Ray Tube ব্যবহিত হয়, এই Cathode Ray Tube হতে মানব দেহের জন্য ক্ষতিকর মৃদু রঞ্জন রশ্মি তৈরি হয়।  ইলেকট্রনসমূহ অতিউচ্চ বিভবে থাকার কারণে এ Cathode Ray Tube থেকে খুব সামান্য পরিমাণ এক্স-রে নির্গত হয়। 
পদার্থকে তরল থেকে কঠিনে পরিণত করলে আয়তন কমে। কিন্তু পানির ক্ষেত্রে ব্যতিক্রম। পানিকে বরফে পরিণত করলে আয়তন বাড়ে। এজন্য শীত প্রধান দেশে পানির পাইপ ফেটে যায় যখন পানি বরফে পরিণত হয়।
- পিতল হলো একটি সংকর ধাতু, যা তামা ও দস্তার মিশ্রণে তৈরি হয়। এটি সাধারণত 60-80% তামা এবং 40-20% দস্তা দিয়ে গঠিত।

- সংকর ধাতু হলো দুই বা তার বেশি ধাতুর মিশ্রণে তৈরি একটি নতুন ধাতব পদার্থ। এই মিশ্রণ সমসত্ব বা অসমসত্ব হতে পারে।

বিভিন্ন ধরনের সংকর ধাতু:

1. পিতল (Brass):
- উপাদান: 60-80% তামা (Cu) + 40-20% দস্তা (Zn)
- ব্যবহার: বাসনপত্র, নল, দূরবীন, মূর্তি, ব্যারোমিটার, যন্ত্রাংশ, জলের কল ইত্যাদি

2. কাঁসা (Bell Metal):
- উপাদান: 80% তামা (Cu) + 20% টিন (Sn)
- ব্যবহার: থালা, গ্লাস, মুদ্রা, বাটি, মূর্তি, ঘণ্টা ইত্যাদি

3. ব্রোঞ্জ (Bronze):
- উপাদান: 75-90% তামা (Cu) + 25-10% টিন (Sn)
- ব্যবহার: মূর্তি, থালা, যন্ত্রাংশ, বাসনপত্র, পদক, মুদ্রা ইত্যাদি

এই সংকর ধাতুগুলি তাদের বিশেষ বৈশিষ্ট্যের কারণে বিভিন্ন শিল্প ও ব্যবহারিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। উদাহরণস্বরূপ, পিতলের উজ্জ্বলতা ও টেকসই গুণ এটিকে বাসনপত্র ও সাজসজ্জার জন্য উপযুক্ত করে তোলে। অন্যদিকে, কাঁসার শব্দ উৎপাদন ক্ষমতা এটিকে ঘণ্টা তৈরিতে আদর্শ করে তোলে। ব্রোঞ্জের শক্তি ও স্থায়িত্ব এটিকে মূর্তি ও স্মারক তৈরির জন্য পছন্দসই করে তুলেছে।

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
সমুদ্রের পানিতে সাঁতার কাটা কম আয়াসসাধ্য হয় কারণ এতে লবণের পরিমাণ বেশি থাকে। লবণের অধিক উপস্থিতির ফলে সমুদ্রের পানির ঘনত্ব বেশি হয়। এই উচ্চ ঘনত্বের কারণে পানিতে ভাসমান থাকা সহজ হয় এবং সাঁতারুরা কম শক্তি ব্যয় করে পানিতে চলাফেরা করতে পারে। এর ফলে সুইমিং পুল, পুকুর বা নদীর মতো মিষ্টি পানির তুলনায় সমুদ্রে সাঁতার কাটা অনেক সহজ ও কম পরিশ্রমসাধ্য হয়।
- একজন প্রাপ্তবয়স্ক পুরুষের প্রতি ঘন মিলিমিটার বা মাইক্রোলিটার রক্তে লোহিত কণিকার সংখ্যা হল গড়ে 5 মিলিয়ন এবং প্রাপ্তবয়স্ক স্ত্রীলোকেদের রক্তে লোহিত কণিকার সংখ্যা হল 4.5 মিলিয়ন।
- এর লোহিত রক্তকণিকার গড় আয়ু 120 দিন।
- রক্ত দেহের একটি গুরুত্বপূর্ণ উপাদান । লোহিত রক্তকণিকা অক্সিহিমোগ্লোবিনরূপে কোষে অক্সিজেন পরিবহন করে ।
- শ্বেত রক্তকণিকা ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় জীবাণু ভক্ষণ করে দেহকে রক্ষা করে ।
- অনুচক্রিকা দেহের কোনো অংশ কেটে গেলে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে এবং দেহের রক্তক্ষরণ বন্ধ করে ।

রাইজোবিয়াম ( Rhizobium) ব্যাকটেরিয়া শিম জাতীয় উদ্ভিদের মূলের নডিউলে নাইট্রোজেন সংবন্ধন করে মাটিতে নাইট্রোজেনের পরিমাণ বৃদ্ধি করে। কোনাে উদ্ভিদই মাটিতে পটাসিয়াম , হাইড্রোজেন কিংবা কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বৃদ্ধি করে না।
এইডস রোগের সংক্রমণ করে থাকে এক ধরণের ভাইরাস, যার নাম Human Immunodeficiency Virus 
- একে সংক্ষেপে HIV বলা হয়।
- HIV দেহের স্বাভাবিক রোগ প্রতিরোধ ক্ষমতা নষ্ট করে দেয়। এইডস রোগে আক্রান্ত ব্যক্তির রক্তের শ্বেতকনিকা ধ্বংস হয়। ফলে দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা লোপ পায়।
বায়ুমন্ডলের উপাদানসমূহঃ
নাইট্রোজেন-৭৮.০১ % 
অক্সিজেন-২০.৭১% 
কার্বন ডাই অক্সাইড-০.০৩% 
ওজোন-০.০০০১% 
আরগন-০.৮০% 
নিয়ন-০.০০১৮% 
মিথেন-০.০০০০২% 
হিলিয়াম-০.০০০৫% 
ক্রিপটন-০.০০০১২% 
জেনন-০.০০০০৯% 
হাইড্রোজেন-০.০০০০৫% 
নাইট্রাস অক্সাইড-০.০০০০৫%

• সংসদীয় সরকার ব্যাবস্থায় মন্ত্রিসভার অভিভাবক- জাতীয় সংসদ
• বাংলাদেশের আইনসভার নাম-জাতীয় সংসদ
• আইনসভা বিষয়ে বিবৃত হয়েছে- সংবিধানের ৬৫-৯৩ অণুচ্ছেদ পর্যন্ত।
• জাতীয় সংসদের কথা বলা আছে- সংবিধানের পঞ্চম ভাবে।
• জাতীয় সংসদের ইংরেজি নাম- House of the Nation. 
- ১৯৭১ সালের ১০ এপ্রিল মুজিবনগর সরকার গঠিত হয়।
- এতে আওয়ামী লীগ সভাপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রাষ্ট্রপতি (পদাধিকার বলে সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক) এবং সৈয়দ নজরুল ইসলাম কে উপ-রাষ্ট্রপতি (বঙ্গবন্ধু অনুপস্থিতে অস্থায়ী রাষ্ট্রপতি, সশস্ত্র ও মুক্তিবাহিনীর সর্বাধিনায়ক) নিযুক্ত করা হয়।
- তাজউদ্দিন আহমদকে মুজিব নগর সরকারের প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়।
- ক্যাপ্টেন এম. মনসুর আলী অর্থ-বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হয়।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৪
* নির্বাচন : ৭ জানুয়ারি ২০২৪
* মোট আসন : ৩০০
* ভোটগ্রহণ : ২৯৯ আসনে [নওগাঁ-২ আসনে নির্বাচন স্থগিত]
* প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দল : ২৮টি
* প্রদত্ত ভোটের হার : ৪১.৮%

৫ আগস্ট ছাত্র-জনতার আন্দলনে সরকার পদত্যাগ করতে বাধ্য হয়
- বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের কবর চাঁপাইনবাবগঞ্জ জেলায়।
- ১৯৪৯ সালে বরিশাল জেলায় জন্ম নেয়া বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর মুক্তিযুদ্ধকালীন সময়ে বাংলাদেশ সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার্স কোরে কর্মরত ছিলেন।
- তিনি ৭ নং সেক্টরে নিয়োজিত ছিলেন।
- তিনি ১৪ ডিসেম্বর বিজয়ের মাত্র ২ দিন আগে শহীদ হন।
- তিনি শাহবাজপুরের রেহাইচর এলাকায় পাকবাহিনীর অবস্থান দখল করেন।
- বীরশ্রেষ্ঠদের মধ্যে তিনি সর্বশেষ শহীদ হন।
- চাঁপাইনবাবগঞ্জের ছোট সোনমসজিদ প্রা্ঙ্গনে তার সমাধি রয়েছে।
- সাফ গেমস্‌ প্রতি দুই বছর পরপর অনুষ্ঠিত হয়।
- এই প্রতিযোগিতাটি দক্ষিণ এশিয়ার আটটি দেশের ক্রীড়াবিদদের নিয়ে গঠিত।
- সাফ গেমস এর নাম ২০০৬ সালে এসএ গেমস (সাউথ এশিয়ান গেমস ) করা হয় ।
- ১৯৮৪ সালে নেপালের কাঠমন্ডুতে প্রথম সাফ গেমস্‌ অনুষ্ঠিত হয় ।
- ঢাকার প্রথম সাফ গেমস্‌ অনুষ্ঠিত হয় ১৯৮৫ সালে ।

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
- ভাওয়াইয়া মূলত বাংলাদেশের রংপুর এবং ভারতের পশ্চিমবঙ্গের কোচবিহারে ও আসামের গোয়ালপাড়ায় প্রচলিত এক প্রকার পল্লীগীতি।
- এসকল গানের বৈশিষ্ট্য হচ্ছে এ গানগুলোতে স্থানীয় সংস্কৃতি, জনপদের জীবনযাত্রা, তাদের কর্মক্ষেত্র, পারিবারিক ঘটনাবলী ইত্যাদির সার্থক প্রয়োগ ঘটেছে।

যেমনঃ গরুর গাড়ি চালক বা গাড়িয়ালকে উদ্দেশ্য করে বলছে -
ও কি গাড়িয়াল ভাই,
কত রব আমি পন্থের দিকে চাঞা রে।
যেদিন গাড়িয়াল উজান যায়।

আবার রংপুরের ঐতিহ্যবাহী চিড়িয়াখানা নিয়েঃ
মিয়া ভাই একনা কতা কবার চাও,
অংপুর মুই যাবার চাও,
চিড়িয়াখানা দেখিয়া আনু হয়।
- 'PRSP' এর পূর্ণরূপ হচ্ছে Poverty Reduction Strategy Papers (দারিদ্র বিমোচন কৌশলপত্র).
- IMF নির্দেশনায় বাংলাদেশ সরকার কতৃক গৃহিত দারিদ্র্য বিমোচন কৌশলপত্র হচ্ছে PRSP.
- বাংলাদেশ সরকার ২০০৫ থেকে ২০০৮ সালে প্রথম এবং ২০০৯ থেকে ২০১১ সালে দ্বিতীয় দারিদ্র্য বিমোচন কৌশলপত্র গ্রহণ করে, এটি প্রণয়ন করে পরিকল্পনা কমিশন।
- FAO এর পূর্ণরূপ Food and Agricultural Organization বা খাদ্য ও কৃষি সংস্থা।জাতিসংঘের অন্যতম মূলসংস্থা ECOSOC - এর তত্ত্বাবধানে ১৬ অক্টোবর, ১৯৪৫ সালে কানাডার কুইবেকে এক সম্মেলনের মাধ্যমে এটি প্রতিষ্ঠা লাভ করে। 
- ১৪ ডিসেম্বর, ১৯৪৬ সালে জাতিসংঘের বিশেষ মর্যাদা লাভ করে। 
- নবগঠিত জাতিসংঘের বিশেষ তত্ত্বাবধানে এই সংস্থা গঠনের মূল লক্ষ্য হচ্ছে বিশ্বব্যাপী খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার মাধ্যমে ক্ষুধা নির্মুল করা এবং সবাইকে পুষ্টিকর খাদ্য সরবরাহ নিশ্চিত করা। 
- সদস্য সংখ্যা - ১৯৪টি দেশ এবং ইউরোপীয় ইউনিয়ন সহ ১৯৫টি সদস্য নিয়ে গঠিত।
- এর সদরদপ্তর - রোম, ইতালি।

ফণিমনসা উদ্ভিদের কাণ্ড রুপান্তরিত হয়ে পাতার কাজ করে। 
- আদা এক ধরনের রাইজোম জাতীয় রুপান্তরিত কাণ্ড। 
- পাথরকুঁচি উদ্ভিদ তার পাতার সাহয্যে বংশবৃদ্ধি করে। 
- ফার্ন এক ধরনের অপুষ্পক উদ্ভিদ যার দেহ মূল, কাণ্ড ও পাতায় বিভক্ত।

- বর্তমানে পারমাণবিক বোমার বিস্ফোরন ঘটিয়েছে এবং মজুদ রয়েছে এমন দেশগুলো হল - যুক্তরাষ্ট্র, রাশিয়া, যুক্তরাজ্য, ফ্রান্স, চীন।
- নিজেদের পারমাণবিক অস্ত্র আছে এরকম ঘোষণা করেছে ভারত, পাকিস্তান এবং উত্তর কোরিয়া।
- এছাড়া এটা ব্যাপকভাবে বিশ্বাস করা হয় যে ইসরাইলেও পারমাণবিক অস্ত্র রয়েছে।
- বিশ্বের অষ্টম পারমাণবিক ক্ষমতাধর দেশ উত্তর কোরিয়া। দেশটি ৯ অক্টোবর , ২০০৬ সালে অষ্টম দেশ হিসেবে পারমাণবিক বোমার বিস্ফোরণ ঘটায়।
- 'টিপাইমুখ বাঁধ' বাংলাদেশ-ভারত সিমান্তের ১০০ কিলোমিটার উজানে ভারতের মণিপুর রাজ্যের 'বরাক' নদীর ওপর নির্মিত একটি বাঁধ ।

- টিপাইমুখ গ্রামে অবস্থিত বরাক এবং 'তুইভাই' ন্দীর মিলনস্থলের ১ হাজার ৬০০ ফুট দূরে বরাক নদীতে ৫০০ ফুট উঁচু ও ১ হাজার ৬০০ ফুট একটি বাঁধ টিপাইমুখ ।
- বাংলা বর্ণমালা ৫০ টি বর্ণ রয়েছে ।
- তার মধ্যে স্বরবর্ণ ১১ টি এবং ব্যঞ্জনবর্ণ ৩৯ টি ।
- পূর্ণমাত্রা, অর্ধমাত্রা ও মাত্রাহীন বর্ণের সংখ্যা যথাক্রমে ৩২ টি, ৮ টি ও ১০ টি ।
- ফ্রান্সের এলিসি প্রাসাদ শুধু নির্মাণশৈলীর জন্য নয়, ফ্রান্সের প্রেসিডেন্টের সরকারি বাসভবন হিসেবে পরিচিত।
-১৭১৮ সালে প্যারিস শহরে এটি নির্মিত হয়।
- নেপোলিয়ানের সময় সর্বপ্রথম এটি অফিসিয়াল দপ্তর হিসেবে ব্যবহৃত হয় ।
গুরুত্তপুর্ণ যুক্তবর্ণঃ
ক্ষ = ক+ষ
ষ্ণ = ষ+ণ
জ্ঞ = জ+ঞ
ঞ্জ = ঞ+জ
হ্ম = হ+ম
ঞ্চ = ঞ+চ
ঙ্গ = ঙ+গ
ঙ্ক = ঙ+ক
ট্ট = ট + ট
ক্ষ্ম = ক্ষ + ম = ‍ক + ষ + ম
হ্ন = হ + ন
হ্ণ = হ + ণ
ব্ধ = ব + ধ
ক্র = ক + ্র (র-ফলা)
গ্ধ = গ + ধ
ত্র = ত + ্র (র-ফলা)
ক্ত = ক + ত
১০% ক্ষতিতে বিক্রয়মূল্য ৯০ টাকা হলে ক্রয়মূল্য ১০০ টাকা।

বিক্রয়মূল্য ২৭০ টাকা হলে ক্রয়মূল্য (১০০x২৭০)/৯০ টাকা।

=৩০০ টাকা

 

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
ধরি, পিতা ও পুত্রের বয়স যথাক্রমে ১১ক,৪ক

শর্তমতে, ৪ক = ১৬

বা, ক=8

পিতার বয়স =১১ক=১১x৪=৪৪

 
সঠিক উত্তর: 0 | ভুল উত্তর: 0