পিএসসি সহকারী শিক্ষক (পিটিআই) - ২০.০৭.২০১৯ (65 টি প্রশ্ন )

Make sense অর্থ -অর্থবহন করা, অর্থ থাকা । যদি কোনো কিছু অর্থবহন না করে তাহলে এটা- নয় । বাক্যটির বাংলা থেকে বোঝা যাচ্ছে, শূন্যস্থানে logical (যৌক্তিক) শব্দটি বসবে । 


১৯২২ সালে ''আনন্দময়ীর আগমনে'' এবং ''বিদ্রোহীর কৈফিয়ত'' নামক কবিতা ধুমকেতু পত্রিকায় প্রকাশের জন্য কাজী নজরুল ইসলাম এক বছর কারাবরণ করেন।
তাঁর উল্লেখযোগ্য কবিতা সমূহ
- অগ্নিবীণা (১৯২২)
- নতুন চাঁদ (১৯৩৯)
- মরুভাস্কর (১৯৫১)
- সঞ্চয়ন (১৯৫৫)
- সঞ্চিতা (১৯২৫)
- ফনীমনসা (১৯২৭)
- চক্রবাক (১৯২৯)
- সাতভাই চম্পা (১৯৩৩)
- নির্ঝর (১৯৩৯) ইত্যাদি। 

'Black sheep' অর্থ দলের, পরিবারের বা সমাজের কলষ্কজনক ব্যক্তি বা কুলাঙ্গার । Black sheep দ্বারা bad character -এর অর্থ প্রকাশ পায় । 


বাক্যে ব্যবহৃত প্রতিটি অর্থবোধক শব্দকে parts of speech বলে । Parts of speech -কে আট ভাগে ভাগ করা যায় । যথা- Noun, Pronoun, Adjective, Verb, Adverb, Preposition, Conjunction, Interjection ।  


- 'ডন' হল পাকিস্তানের একটি বিশিষ্ট ইংরেজি দৈনিক পত্রিকা।
- এটি ১৯৪১ সালে প্রতিষ্ঠিত হয় এবং পাকিস্তানের সবচেয়ে পুরনো ও প্রভাবশালী পত্রিকাগুলোর একটি।
- 'ডন' পত্রিকা দেশীয় এবং আন্তর্জাতিক খবর, বিশ্লেষণ, সম্পাদকীয়, সাহিত্য এবং সংস্কৃতি বিষয়ক প্রতিবেদন প্রকাশ করে।
- এটি পাকিস্তানের রাজনৈতিক এবং সামাজিক বিষয়বস্তু সম্পর্কে গভীরভাবে তথ্য প্রদান করে এবং দেশের গণতান্ত্রিক মূল্যবোধের প্রতিফলন করে। 
শরৎচন্দ্র চট্রোপাধ্যায় রচিত উপন্যাসঃ
- বড়দিদি,
- পল্লী সমাজ,
- পরিণীতা,
- বিরাজ বৌ,
- পণ্ডিত মশায়,
- দেবদাস,
- চরিত্রহীন,
- শ্রীকান্ত,
- নিষ্কৃতি,
- দত্তা,
- গৃহদাহ,
- বামুনের মেয়ে ইত্যাদি।
মৃত্যুক্ষুধা- কাজী নজরুল ইসলাম রচিত উপন্যাস যা ১৯৩০ সালে প্রকাশিত হয়।

Exempt from something অর্থ কোনো কিছু থেকে রেহাই দেওয়া বা অব্যহতি দেওয়া । From যোগে বাক্যটির বাংলাঃ ছাত্রটিকে বেতন পরিশোধ করা থেকে অব্যাহতি প্রদান করা হলো । 


- IAEA এর পূর্ণরূপ International Atomic Energy Agency বা আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা।
- IAEA ১৯৫৭ সালের ২৯ জুলাই প্রতিষ্ঠিত হয়।
- এটি ২০০৫ সালে শান্তিতে নোবেল পুরষ্কার লাভ করে। 
- IAEA এর সদর দপ্তর ভিয়েনায় অবস্থিত।
- এর মোট সদস্য সংখ্যা বর্তমানে ১৭৮ টি।
- বাংলাদেশ ১৯৭২ সালে IAEA এর সদস্যপদ লাভ করে।
- বর্তমান মহাপরিচালক হলেন আর্জেন্টিনার রাফায়েল মারিয়ানো গ্রসি।
ভোর হলো দোর খোল/ খুকুমনি ওঠো রে - কবিতার কবি কাজী নজরুল ইসলাম।

- বাংলা সাহিত্যের বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম (১৮৯৯-১৯৭৬) পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন।
- তাঁকে বাংলাদেশের জাতীয় কবির মর্যাদা দেওয়া হয় ১৯৭২ সালে।

• তাঁর বিখ্যাত কয়েকটি কাব্যগ্রন্থঃ
- অগ্নিবীণা,
- মরুভাস্কর,
- সঞ্চিতা,
- চিত্তনামা,
- দোলনচাঁপা,
- সন্ধ্যা,
- চক্রবাক,
- চন্দ্রবিন্দু,
- ছায়ানট,
- বিষের বাঁশি,
- সর্বহারা,
- সাম্যবাদী,
- ফনিমনসা ইত্যাদি। 


ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
সঠিক বানান- বিভূতিভূষণ। 

আরও কিছু গুরুত্বপূর্ণ শব্দঃ 
- আশ্রয়
- উৎপাদন
- উপহার
- একাদশ
- কর্মক্ষেত্র
- কৌশল
- খণ্ড
- গবেষণা
- চ্যালেঞ্জ
- জ্ঞানীয়
- ঝুঁকিপূর্ণ
- তত্ত্ব
- দৃশ্য
- নীতিমালা
- পরিচয়
- পরিবেশ
- প্রতিযোগিতা। 

Solar (সূর্যসংক্রান্ত) শব্দটি sun সম্পর্কিত শব্দ । Mars - মঙ্গলগ্রহ, globe- গোলাকার বস্তু, electricity- বিদ্যুৎ । 


- দুটি বিশেষ্য পদে একই ব্যাক্তি বা বস্তুকে বোঝালে কর্মধারয় সমাস হয়।
- জজ সাহেব = যিনি জজ তিনিই সাহেব।
কিছু শিক্ষা বিষয়ক তথ্যঃ 
১. বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা আইনের আওতায় আসে - ০১ জানুয়ারি, ১৯৯২। এ সালে বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা প্রবর্তন করা হয় - ৬৮টি থানায়। সারাদেশে সম্প্রসারণ করা হয় - ১৯৯৩ সালে। এর আগে ১৯৯০ সালে বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা আইন পাস হয়।
২. প্রাথমিক শিক্ষা আইন জারি করা হয় - ১৯৭৪ সালে। প্রাথমিক শিক্ষা উপবৃত্তি চালু হয় - ২০০২ সালে। প্রাথমিক শিক্ষার বয়সসীমা - ৬-১১ বছর।
৩. বাংলাদেশের জাতীয় শিক্ষানীতি অনুযায়ী শিশুর বয়স - ০ থেকে ১৮ বছর। বাংলাদেশের শিক্ষার স্তর - ৩টি। প্রাথমবক শিক্ষার জন্য নির্ধারিত বয়সসীমা - ৬-১০ বছর। প্রাক- প্রাথমিকের বয়সসীমা - ৩-৫ বছর।
৪. বাংলাদেশে এ পর্যন্ত শিক্ষা কমিশন গঠিত হয় - ৩টি (১ম - ড. কুদরত ই খুদা শিক্ষা কমিশন -১৯৭২ এবং সর্বশেষ - জাতীয় অধ্যাপক কবীর চৌধুরী শিক্ষা কমিশন-২০১০।)
৫. বাংলাদেশে উপ-আনুষ্ঠানিক শিক্ষা চালু হয় - ১৯৯১ সালে। খাদ্যের বিনিময়ে শিক্ষা কর্মসূচি চালু হয় - ১৯৯৩ সালে৷
৬. বর্তমানে নিরক্ষর মুক্ত জেলা - ৭টি। প্রথম নিরক্ষর মুক্ত জেলা - মাগুরা। প্রথম নিরক্ষরমুক্ত গ্রাম - ঠাকুরগাঁও জেলার সালান্দা ইউনিয়নের কুচবাড়ী কৃষ্টপুর গ্রাম।
৭. আন্তর্জাতিক সাক্ষরতা দিবস - ৮ সেপ্টেম্বর। বিশ্ব শিক্ষক দিবস - ০৫ অক্টোবর। জাতীয় শিক্ষক দিবস - ১৯ জানুয়ারি। মহান শিক্ষা দিবস - ১৭ সেপ্টেম্বর।
৮. শিক্ষা সংক্রান্ত সংবিধানিক অঙ্গীকার ব্যক্ত হয়েছে - ১৭নং অনুচ্ছেদে (অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষা)। সংবিধানে মানুষের ৫টি মৌলিক উপকরণের কথা উল্লেখ আছে - ১৫(ক) অনুচ্ছেদে। (অন্ন, বস্ত্র, আশ্রয়, শিক্ষা ও চিকিৎসা)।

- ষাট গম্বুজ মধ্যযুগে সুলতানি আমলে নির্মিত সবচেয়ে বড় মসজিদ।
- ১৫ শতকের মাঝামাঝি সময়ে খান জাহান আলী এ মসজিদটি নির্মাণ করেন।
- এটি বর্তমানে বাগেরহাট শহর থেকে ৩ মাইল পশ্চিমে গড়াদিঘীর পূর্বপাড়ে অবস্থিত।
- যদিও এটি ষাট গম্বুজ মসজিদ নামে পরিচিত, কিন্তু প্রকৃত পক্ষে মসজিদটির মোট গম্বুজ ৮১টি।
- ১৯৮৫ সালে ইউনেস্কো মসজিদটিকে বিশ্ব ঐতিহ্য হিসেবে ঘোষণা করে।
সমাস নিষ্পন্ন যে সকল শব্দ সম্পূর্ণভাবে সমস্যমান পদসমূহের অনুগামী না হয়ে কোনো বিশিষ্ট অর্থ গ্রহণ করে তাদের যোগরূঢ় শব্দ বলে।
যেমনঃ
জলধিঃ 'জল ধারণ করে এমন' অর্থ পরিত্যাগ করে একমাত্র 'সমুদ্র' অর্থেই ব্যবহৃত হয়।

যোগরূঢ় শব্দ সমূহঃ
- পঙ্কজ,
- আদিত্য,
- মহাযাত্রা,
- জলধি,
জলদ,
- রাজপুত,
- দশানন,
- বহুব্রীহি,
- গোঁফখেজুরে ইত্যাদি।

- FAO এর পূর্ণরূপ Food and Agricultural Organization বা খাদ্য ও কৃষি সংস্থা।জাতিসংঘের অন্যতম মূলসংস্থা ECOSOC - এর তত্ত্বাবধানে ১৬ অক্টোবর, ১৯৪৫ সালে কানাডার কুইবেকে এক সম্মেলনের মাধ্যমে এটি প্রতিষ্ঠা লাভ করে। 
- ১৪ ডিসেম্বর, ১৯৪৬ সালে জাতিসংঘের বিশেষ মর্যাদা লাভ করে। 
- নবগঠিত জাতিসংঘের বিশেষ তত্ত্বাবধানে এই সংস্থা গঠনের মূল লক্ষ্য হচ্ছে বিশ্বব্যাপী খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার মাধ্যমে ক্ষুধা নির্মুল করা এবং সবাইকে পুষ্টিকর খাদ্য সরবরাহ নিশ্চিত করা। 
- সদস্য সংখ্যা - ১৯৪টি দেশ এবং ইউরোপীয় ইউনিয়ন সহ ১৯৫টি সদস্য নিয়ে গঠিত।
- এর সদরদপ্তর - রোম, ইতালি।

- অক্কা পাওয়া বাগধারার অর্থ মারা যাওয়া ।

আরও কিছু গুরুত্বপূর্ণ বাগধারাঃ
-‘লেফাফা দুরস্ত’ বাগধারার অর্থ - পরিপাটি।
- 'তুলসী বনের বাঘ' বাগধারার অর্থ - শয়তান।
- 'হস্তিমূর্খ' বাগধারার অর্থ - নিরেট মূর্খ।
-‘অজগর বৃত্তি’ বাগধারার অর্থ - আলসেমি।
-‘অকাল বোধন’ বাগধারার অর্থ - অসময়ে আবির্ভাব।
-‘আক্কেল গুড়ুম’ বাগধারার অর্থ - হতবুদ্ধি হওয়া।
- পল্লীকবি জসীমউদ্দীন ফরিদপুর জেলার তাম্বুলখানা গ্রামে ১৯০৩ সালের ১ জানুয়ারি জন্মগ্রহণ করেন।
- পল্লীকবি জসীমউদ্দীন রচিত শ্রেষ্ঠ কাহিনী কাব্য 'নকশী কাঁথার মাঠ' । এ কাব্যের উল্লেখযোগ্য দুটি চরিত্র রুপা ও সাজু।

• তাঁর রচিত কাব্যগ্রন্থঃ
- সোজন বাদিয়ার ঘাট (১৯৩৪),
- মহরম,
- দুমুখো চাঁদ পাহাড়ি (১৯৮৭),
- হাসু (১৯৩৮),
- রুপবতি (১৯৪৬),
- মাটির কান্না (১৯৫১),
- এক পয়সার বাঁশী (১৯৫৬),
- সখিনা (১৯৫৯),
- সুচয়নী (১৯৬১),
- ভয়াবহ সেই দিনগুলিতে (১৯৬২),
- মা যে জননী কান্দে (১৯৬৩),
- হলুদ বরণী (১৯৬৬),
- রাখালী (১৯২৭),
- নকশী কাঁথার মাঠ (১৯২৯),
- বালুচর (১৯৩০),
- ধানখেত (১৯৩৩), 
- জলে লেখন (১৯৬৯),
- পদ্মা নদীর দেশে (১৯৬৯),
- কাফনের মিছিল (১৯৭৮)। 

Be in need of something অর্থ কোনো কিছু পাওয়ার তীব্র অনুভূতি । সুতরাং শূন্যস্থানে of prepositionটি যথাযথ । 


ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন

'Between' Preposition টি দুয়ের মধ্যে বোঝাতে ব্যবহৃত হয় । Between -এর একটি উদাহরণ হলোঃ Divide the mangoes between two boys । 


Ivory -অর্থ পূর্বে more comparative word ব্যবহৃত হওয়ায় বাক্যে more -এর আর কোনো ব্যবহার প্রয়োজন নেই । এক স্থানের হাতির তুলনায় আরেক স্থানের হাতি থেকে অধিক ivory পাওয়া যায় বোঝাতে than from ব্যবহৃত হবে । 


Option -এর everybody (প্রত্যেক ব্যক্তি), anybody (যে কেহ) এবং nobody (কেহ নয়) সবগুলোই singular । 


- যেসব শব্দ সংস্কৃত থেকে সরাসরি বাংলায় এসেছে এবং যাদের রূপ অপরিবর্তিত রয়েছে, সেসব শব্দকে বলে তৎসম শব্দ।
- যেমন: ধূলি (√ধূ+লি), চন্দ্র, সূর্য, নক্ষত্র, ভবন, ধর্ম, পাত্র, মনুষ্য, ব্যাকরণ, চরণ, তৃণ, অগ্রহায়ণ, ভাষা, বৈষ্ণব, গৃহ, কৃষি, ঋষি, পুত্র, পৃথিবী, আকাশ, গ্রহ, বৃক্ষ, জীবন ইত্যাদি।
- "যদি রাত পোহালে শোনা যেত বঙ্গবন্ধু মরে নাই যদি রাজপথে আবার মিছিল হতো বঙ্গবন্ধুর মুক্তি চাই!" গানটির গীতিকার হাসান মতিউর রহমান।
- হাসান মতিউর রহমান হলো বাংলাদেশী লোকসংগীত শিল্পী, গীতিকার ও সঙ্গীত পরিচালক।
- গানটি গেয়েছেন শিল্পী মলয় কুমার ও সাবিনা ইয়াসমিন। 

'Pass away' idiom টির বাংলা অর্থ মারা যাওয়া (die) । Erase -মুছে ফেলা, fall -পতিতা হওয়া আর disappear -অদৃশ্য হওয়া । 

To die বা মারা যাওয়া এর ১৮ টি সমার্থক idiom/phrase।
1. To pass away
2. To depart this life
3. To breathe one's last
4. To buy the farm
5. To give up the ghost
6. To yield up the ghost
7. To kiss the dust
8. To kiss the ground
9. To bite the dust
10. To bite the ground
11. To pay the debt of nature
12. To cross the Styx
13. To hop the twig
14. To kick the bucket (পটল তোলা)
15. To meet one's end
16. To meet one's maker
17. To fall off one's perch
18. Cut off

Example:
 
The man breathed his last Sunday.
(লোকটা গত রবিবার মারা গেছেন)

He was cut off in the prime of his life.
(সে তার জীবনের সেরা সময়ে/যৌবনে মারা গেল)

He was cut off at an early age.
(সে খুব কম বয়সে মারা গিয়েছিল)
 

- ব্রিটেন বা যুক্তরাজ্যের কোন লিখিত সংবিধান নেই ।
- ব্রিটেন বা যুক্তরাজ্যের শাসনতন্ত্রের বাইবেল নামে অভিহিত করা হয় 'ম্যাগনাকার্টাকে ।
- এটি স্বাক্ষরিত হয় ১২১৫ সালে ।
- যুক্তরাজ্যের আইনসভার নাম 'পার্লামেন্ট '। এটি দ্বিকক্ষবিশিষ্ট আইনসভা ।

- Write with a pen অর্থ- কলম দিয়ে লেখা ।
- সাধারণত উপকরণ দিয়ে লিখতে হয় ।
- আর এ ক্ষেত্রে 'with' preposition টি ব্যবহৃত হয় ।
- With বসিয়ে বাক্যটির বাংলাঃ আমার লেখার কোনো কলম নেই । 


- ১৯৭১ সালে প্রথম স্বল্পোন্নত দেশের তালিকা করা হয়।
- বাংলাদেশ ১৯৭৫ সালে এই তালিকায় অন্তর্ভুক্ত হয়।
- মাথাপিছু জাতীয় আয়, মানবসম্পদ উন্নয়ন ও অর্থনৈতিক ভঙ্গুরতা- এই তিন সূচকে বিচার করা হয় একটি দেশ স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল ধাপে উত্তরণ করবে কি না।
- উন্নয়নশীল দেশে উন্নীত হতে হলে অন্তত দুটি সূচক পূরণ করতে হয় একটি দেশকে।
- স্বল্পোন্নত দেশগুলোর মধ্যে বাংলাদেশই প্রথম দেশ হিসেবে তিনটি সূচকের সব কটি পূরণ করে পরবর্তী ধাপে উন্নীত হয়েছে।
- স্বল্পোন্নত দেশের কাতারে থাকা বাংলাদেশ উন্নয়নশীল দেশে উত্তরণে সিডিপির সব শর্ত প্রথমবারের মতো পূরণ করে ২০১৮ সালের ১৫ মার্চ।
- জাতিসংঘের কমিটি ফর ডেভেলপমেন্ট পলিসির (সিপিডি) বৈঠকে বাংলাদেশের পাশাপাশি নেপাল ও লাওসও এলডিসি থেকে বের হওয়ার সুপারিশ পেয়েছে।
উল্লেখ্য,
- সবকিছু ঠিক থাকলে ২০২৬ সালে এলডিসি থেকে বের হয়ে অন্যান্য উন্নয়নশীল দেশের কাতারে চলে যাবে বাংলাদেশ।
মুক্তিযুদ্ধভিত্তিক স্থাপত্য ও ভাস্কর্য :
★ জাতীয় স্মৃতিসৌধ: সাভার- সৈয়দ মঈনুল হোসেন
★ জাগ্রত চৌরঙ্গী: গাজীপুর চৌরাস্তা-আবদুর রাজ্জাক
★ বিজয়োল্লাস: আনোয়ার পাশা ভবন-শামীম শিকদার
★ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ: মিরপুর, ঢাকা- মোস্তফা হারুন কুদ্দুস
★ স্বাধীনতা: বঙ্গবন্ধু এভিনিউ, ঢাকা- হামিদুজ্জামান খান
★ মুজিবনগর স্মৃতিসৌধ: মেহেরপুর- তানভীর কবীর
★ স্বোপার্জিত স্বাধীনতা: টিএসসি সড়ক দ্বীপ, ঢাবি- শামীম শিকদার
★ জয় বাংলা জয়তারুণ্য: ঢাকা বিশ্ববিদ্যালয়-আলাউদ্দিন বুলবুল
★ অপরাজেয় বাংলা: ঢাকা বিশ্ববিদ্যালয়-আবদুল্লাহ খালেদ
সংশপ্তক: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়-হামিদুজ্জামান খান
★ মুক্ত বাংলা: ইসলামী বিশ্ববিদ্যালয়- রশিদ আহমেদ
★ সাবাস বাংলাদেশ : রাজশাহী বিশ্ববিদ্যালয়-নিতুন কুন্ডু
★ স্মারক ভাস্কর্য: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়- মর্তুজা বশীর
★ চেতনা-৭১: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি, বিশ্ববিদ্যালয়, সিলেট -মোহাম্মদ ইউসুফ
★ রক্তসোপান: রাজেন্দ্রপুর সেনানিবাস-গাজীপুর
★ বিজয়'৭১: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়-খন্দকার বদরুল ইসলাম
★ কিংবদন্তী ৭১'এর গণহত্যা ও : মিরপুর, ঢাকা- হামিদুজ্জামান খান
★ মুক্তিযুদ্ধের প্রস্তুতি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়-রাসা
★ দুর্জয় ভৈরব: ভৈরব, কিশোরগঞ্জ-
★ রক্তগৌরব: বদরগঞ্জ, রংপুর
★ বীরের প্রত্যাবর্তন: বাড্ডা, গুলশান-সুদীপ্ত
★ স্মরণ: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়-সৈয়দ সাইফুল কবির

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন

- Beside something অর্থ কোনো কিছুর পার্শ্বে ।
- সুতরাং শূন্যস্থানে beside বসবে ।

অন্যদিকে,
- at the side of; close to ও beside -এর সমার্থক শব্দগুলো beside -এর স্থান দখল করতে পারে ।
- Near by বলে কোনো word নেই কিন্তু near by বাক্যে adjective এবং adverb হিসেবে ব্যবহৃত হয়, preposition হিসেবে নয় । 


সঠিক উত্তর: 0 | ভুল উত্তর: 0