সাধারণ গুণের বা ধর্মের উল্লেখ না করে উপমেয় পদের সাথে উপমানের যে সমাস হয় তাকে উপমিত কর্মধারয় সমাস বলে। অন্যান্য উদাহরণঃ - সোনার মতো মুখ- সোনামুখ, - পদ পল্লবের ন্যায়- পদপল্লব, - কুমারী ফুলের ন্যায়- ফুলকুমারী ইত্যাদি।
বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড) ১৯৫৯ সালের ২৭ মে পল্লী উন্নয়নের ক্ষেত্রে একটি প্রশিক্ষণ, গবেষণা ও প্রায়োগিক গবেষণা পরিচালনাকারী প্রতিষ্ঠান হিসেবে যাত্রা শুরু করে। - BARD (Bangladesh Academy for Rural Development) বা বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমির প্রতিষ্ঠাতা ড. আখতার হামিদ খান। - এটির অবস্থান কুমিল্লা জেলার কোটবাড়ীতে। - এটি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অধীন একটি প্রতিষ্ঠান।
- ভারতের মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদ শহরের ১০২ কিলোমিটার উত্তরে অজন্তা নামক স্থানে গুহাগুলো অবস্থিত। - এর ঠিক ২৯ কিলোমিটার উত্তর-পূর্ব দিকে ইলোরা গ্রামে ইলোরা গুহাচিত্রগুলো অবস্থিত। - অজন্তায় প্রায় ৩০টি গুহামন্দির আছে। সবগুলো পাহাড় কেটে তৈরি করা বৌদ্ধ মন্দির এবং মঠ। - গুয়াগুর্ণা নদীর উপত্যকার ২২ মিটার উঁচু গিরিসঙ্কটের অভ্যন্তরে গ্রানাইট পাথরের ফাঁপা প্রাকৃতিক গুহার মধ্যে এই মন্দিরগুলো নির্মিত হয়েছে। - গুহাগুলো খ্রিস্টপূর্ব প্রথম শতাব্দী থেকে সপ্তম শতাব্দীর মধ্যে খনন করে বের করা হয়। মন্দিরগুলো আবার দুই শ্রেণির। যেমন চৈত্য এবং বিহার। চৈত্য হলো থাকার জায়গা বা বাসগৃহ। আর বিহার হলো মঠ। - বড় বড় গুহার স্তম্ভগুলো ছাদ পর্যন্ত গিয়ে পৌঁছেছে। গুহার ভেতরের দেয়াল চিত্রে বুদ্ধের জীবনী এবং সংশ্লিষ্ট নানা কাহিনি অঙ্কিত আছে।
- তোমরা যদি সেখানে যাও তাহলে ১, ২, ১৬, ১৭ এবং ১৯ নম্বর গুহায় অসাধারণ কিছু চিত্র দেখতে পাবে। আবার ১, ৪, ২৪ এবং ২৬ নম্বর গুহায় গেলে দেখবে অপূর্ব সব স্থাপত্য শিল্পকর্মের নিদর্শন।
- ১৯৭২ সালের ১১ জানুয়ারি অস্থায়ী সংবিধান আদেশ জারির পর ২৩ জুন রাষ্ট্রপতি গণপরিষদ আদেশ জারি করেন। - ১০ এপ্রিল গণপরিষদের প্রথম অধিবেশন বসে। - এ অধিবেশনে খসড়া সংবিধান প্রণয়নের জন্য ৩৪ সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়। - এ কমিটির সভাপতি ছিলেন ড. কামাল হোসেন। - এ কমিটি গণপরিষদে খসড়া সংবিধান পেশ করে ১৯৭২ সালের ১২ অক্টোবর যা ৪ নভেম্বর গণপরিষদ কর্তৃক গৃহীত হয় এবং ১৯৭২ সালের ১৬ ডিসেম্বর থেকে কার্যকর হয়।
- বাংলাদেশের রাষ্ট্রীয়/জাতীয় পতাকার ডিজাইনার - কামরুল হাসান। - এছাড়া বাংলাদেশের মনোগ্রামের ডিজাইনার - এ.এন. সাহা। - বাংলাদেশের আন্তজার্তিক খ্যাতিসম্পন্ন চিত্রশিল্পী হলেন - শিল্পাচার্য জয়নুল আবেদিন এবং - বাংলাদেশের শ্রেষ্ঠ কার্টুনিস্ট হলেন - রফিকুন্নবী।
চারটি রেডক্রস কনভেনশন নামে পরিচিত জেনেভা কনভেনশন ১৯৪৯। - এই কনভেনশনে চারটি চুক্তি স্বাক্ষরিত হয়। - এই কনভেনশন টি সম্পূর্ণ যুদ্ধকালীন আচরণ সম্পর্কিত। - দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়াবহতায় মর্মাহত হয়ে ১৯৪৯ সালের চারটি জেনেভা কনভেনশনে দুনিয়ার রাষ্ট্রগুলো -এ মর্মে ঐকমত্য পোষণ করে যে যারা কোনোভাবে বৈরিতায় সম্পৃক্ত নয়, তাদের সুরক্ষা নিশ্চিত করতে হবে—আহত ও অসুস্থ সেনা, যুদ্ধবন্দী ও বেসামরিক মানুষ।
- ইউসুফ-জোলেখা মধ্যযুগের পুঁথি লেখকদের রচিত বাংলা সাহিত্যের একটি প্রণয়-কাব্য। - বাংলা সাহিত্যের প্রথম মুসলমান কবি শাহ মুহম্মদ সগীর, গৌড়ের সুলতান গিয়াসউদ্দিন আজম শাহের রাজত্বকালে(১৩৯৩-১৪০৯ খ্রিস্টাব্দ) ইউসুফ-জোলেখা কাব্য রচনা করেন। - শাহ মুহম্মদ সগীর ছাড়াও মধ্যযুগের আরো অনেক কবি ইউসুফ-জোলেখা নাম দিয়ে কাব্য রচনা করেন। তার মধ্যে আবদুল হাকিম, শাহ গরীবুল্লাহ, গোলাম সফাতুল্লাহ, সাদেক আলী এবং ফকির মোহাম্মদ উল্লেখযোগ্য
- রূপসী বাংলা, বাংলা ভাষার অন্যতম প্রধান কবি জীবনানন্দ দাশের সর্বাধিক জনপ্রিয় কাব্যগ্রন্থ। - কবি জীবদ্দশায় এ গ্রন্থটি বা এর অন্তর্ভুক্ত কোন কবিতা প্রকাশ করেন নি। মৃত্যুর পর এর পূর্ণাঙ্গ পাণ্ডুলিপি আবিষ্কৃত হয়। - কবি এ গ্রন্থটির প্রচ্ছদনাম নির্বাচন করেছিলেন বাংলার ত্রস্ত নীলিমা। - জীবনানন্দ কেন স্বীয় জীবদ্দশায় এ কাব্যগন্থটি প্রকাশ করেননি তা অদ্যাবধি এক পরম বিস্ময় হয়ে আছে। বাংলাদেশের মুক্তিযুদ্ধে এর কবিতাগুলি বাঙালিদের বিশেষভাবে অনুপ্রেরণা যুগিয়েছিল।
ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।
আমুদরিয়া নদী (Amu Darya) মধ্য এশিয়ার একটি গুরুত্বপূর্ণ নদী, যা প্রাচীনকালে অক্সাস নামে পরিচিত ছিল। দরিয়া শব্দের অর্থ বড় জলাশয়, সাগর বা নদী। এর উৎপত্তিস্থল হলো পামির পর্বতমালা। বিশেষত, এটি তাজিকিস্তান এবং আফগানিস্তানের মধ্যবর্তী অঞ্চলে অবস্থিত পামির পর্বতমালা থেকে শুরু হয়।
আমুদরিয়া নদী আফগানিস্তান, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান এবং উজবেকিস্তানের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে শেষ পর্যন্ত আরাল সাগরে পতিত হয়।
- কোন স্থানের ঠিক বিপরীত স্থানকে ঐ স্থানের প্রতিপাদস্থান বলে। - অর্থাৎ কোন নির্দিষ্ট স্থান হতে পৃথিবীর কেন্দ্র ভেদ করে যদি কোন সরলরেখা টানা হয় তা পৃথিবীর অপর যে প্রান্তে ভেদ করবে তাকে ১ম স্থানের প্রতিপাদস্থান বলা হবে। - যেমন,বাংলাদেশের প্রতিপাদস্থান হচ্ছে চিলির নিকট প্রশান্ত মহাসাগরে। - অর্থাৎ, বাংলাদেশ থেকে পৃথিবীর কেন্দ্র ভেদ করে সরলরেখা বরাবর যদি কোন গর্ত খুড়ে যাওয়া যায় তবে চিলির নিকট প্রশান্ত মহাসাগরে গিয়ে বের হবো।
ভিক্টোরিয়া হ্রদ (ইংরেজি: Lake victoria) - আফ্রিকা মহাদেশের বৃহত্তম এবং পৃথিবীর তৃতীয় বৃহত্তম হ্রদ। - ক্ষেত্রফলের দিক দিয়ে এটি পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম বিশুদ্ধ পানির আধার। তবে গভীরতা তুলনামূলকভাবে কম হওয়ায় এটি পানির আয়তনের দিক দিয়ে বিশ্বে সপ্তম বৃহত্তম। - তানজানিয়া, কেনিয়া এবং উগান্ডার মধ্যবর্তী একটি সুউচ্চ মালভূমির উপর এটি অবস্থিত। - এ হ্রদে প্রায় ৩০০০ টি ছোট-বড় দ্বীপ রয়েছে, যার অনেকগুলোতেই মানব বসতি রয়েছে। নীল নদ এর দীর্ঘতম উৎস সাদা নীলের উৎপত্তি এ হ্রদ থেকেই।
দক্ষিণ গোলার্ধের ৪০ ডিগ্রি থেকে ৫০ ডিগ্রি অক্ষাংশ পর্যন্ত এলাকায় প্রবাহিত শক্তিশালী বায়ু প্রবাহ গর্জনশীল চল্লিশা নামে পরিচিত। আবার ৪০ ডিগ্রি থেকে ৫০ ডিগ্রি দক্ষিণ অক্ষাংশ পর্যন্ত এলাকাকেও গর্জনশীল চল্লিশা বা Roaring Forties বলে। সারা বছর ধরে পশ্চিম দিক থেকে প্রবল বায়ুপ্রবাহ এ এলাকার বৈশিষ্ট্য।
- দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা (সংক্ষেপে সার্ক) দক্ষিণ এশিয়ার একটি সরকারি সংস্থা। - এর সদস্য দেশগুলো বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলংকা, নেপাল, মালদ্বীপ, ভুটান এবং আফগানিস্তান। - গণচীন ও জাপানকে সার্কের পর্যবেক্ষক হিসেবে নির্বাচিত করা হয়েছে। - সার্ক ১৯৮৫ সালের ৮ই ডিসেম্বর প্রতিষ্ঠিত হয়েছিল। - সার্কের প্রতিষ্টাতা সদস্য সমূহ হল বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলংকা, নেপাল, মালদ্বীপ, ভুটান এবং ২০০৭ সালে আফগানিস্তান সার্ককের সদস্য পদ লাভ করে । - রাষ্ট্রের শীর্ষ মিটিং সাধারণত বাত্সরিক নির্ধারিত এবং পররাষ্ট্র সচিবদের সভা দুই বছ পর পর অনুষ্টিত হয়। নেপালের কাঠমান্ডুতে সার্কের সদর দফতর অবস্থিত । - সার্ক দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র এবং সার্ক বিশ্ববিদ্যালয় নয়াদিল্লিতে অবস্থিত। সার্ক জ্বালানি ও পরিবেশ কেন্দ্র ইসলামাবাদে, সার্ক যক্ষা ও এইডস কেন্দ্র কাঠমুন্ডু এবং সার্ক সাংস্কৃতিক কেন্দ্র কলম্বোতে অবস্থিত। - সার্ক কৃষি তথ্যকেন্দ্র ঢাকায় অবস্থিত।
- আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ ভারতীয় প্রজাতন্ত্রের একটি কেন্দ্রশাসিত অঞ্চল। - এই অঞ্চলটি ভারত মহাসাগরে অবস্থিত। ভৌগোলিকভাবে অঞ্চলটিকে দক্ষিণপূর্ব এশিয়ার অংশ মনে করা হয়। - এই দুই দ্বীপপুঞ্জ ১০° উত্তর অক্ষরেখা দ্বারা বিচ্ছিন্ন। আন্দামান এই অক্ষরেখার উত্তরে ও নিকোবর এর দক্ষিণে অবস্থিত। এই অঞ্চলের পূর্বে আন্দামান সাগর ও পশ্চিমে বঙ্গোপসাগর অবস্থিত। - এই কেন্দ্রশাসিত অঞ্চলটির রাজধানী আন্দামানের শহর পোর্ট ব্লেয়ার। - এই অঞ্চলের স্থলভাগের সামগ্রিক আয়তন ৬,৪৯৬ বর্গকিলোমিটার।
বিয়োজক অব্যয়ঃ - এ জাতীয় অব্যয় শব্দের সাথে অথবা বাক্যের সাথে বাক্যের বিয়োজন ঘটায়। - এগুলো হলোঃ কিংবা, বা, অথবা, নতুবা, না হয়, নয়তো ইত্যাদি বিয়োজক অব্যয়ের উদাহরণ।
২০ নভেম্বর - ১৮ ডিসেম্বর, ২০২২ সালে কাতারে অনুষ্ঠিত ২২তম ফিফা বিশ্বকাপ ফুটবলে সেরা উদীয়মান খেলোয়াড় নির্বাচিত হন আর্জেন্টিনার এনজো ফার্নান্দেজ। এ আসরে - সেরা খেলোয়াড় (গোল্ডেন বল) লাভ করে লিওনেল মেসি (আর্জেন্টিনা) এবং - সর্বোচ্চ গোলদাতা (গোল্ডেন বুট) লাভ করে কিলিয়ান এমবাপ্পে (ফ্রান্স)। - আর সেরা গোলরক্ষক (গোল্ডেন গ্লাভস) লাভ করে এমি মার্টিনেজ (আর্জেন্টিনা)।
✅প্রাইমারী, নিবন্ধন বা ১১তম-২০তম গ্রেডের যেকোনো চাকরি জন্য প্রশ্ন ব্যাংক লেগে থেকে শেষ করুন। অ্যাপ এর প্রশ্ন ব্যাংক থেকে ১০০% কমন আসবে। বাকি চাকরি পরীক্ষা জন্য ৭০%-৮০% কমন আসবে। আপনার চর্চার সময় আপনার ভুল প্রশ্ন, বুকমার্ক প্রশ্ন সব ডাটাবেজে জমা থাকে। মনে করুন বাংলা সাহিত্য ৪০০০ প্রশ্ন আছে, আপনি একবার ভালো করে পড়বেন, এর মধ্যে দেখবেন ৪০% প্রশ্ন আপনার জানা, যেগুলো কখনও ভুল হবে না, বাকি আছে ৬০%, এই প্রশ্নগুলো আলাদা বাটনে জমা হয়, যেগুলো আপনি ভুল করছেন, এখন এইগুলো ভালো করে রিভিশন দিন। এতে সহজে কম সময় প্রস্তুতি শেষ হবে। যারা একেবারে নতুন তারা জব শুলুশন্স বাটন দিয়ে শুরু করতে পারেন।
✅প্রাইমারী ১ম ধাপের পরীক্ষার তারিখ দিলে ফুল মডেল টেস্ট শুরু হবে।
✅ব্যাংক নিয়োগ প্রস্তুতি'র লং কোর্স (রুটিনের জন্য পিডিএফ বাটন দেখুন) - পরীক্ষা শুরুঃ ১০ নভেম্বর। - মোট পরীক্ষাঃ ১২৮টি, - টপিক ভিত্তিকঃ ১১২টি, - রিভিশন পরীক্ষাঃ ২২টি, - Vocabulary রিভিশনঃ ৩বার
✅ সম্পূর্ণ ফ্রিতে প্রস্তুতি নিন ৫০তম বিসিএস। মোট পরীক্ষাঃ ১৬২টি টপিক ভিত্তিক পরীক্ষাঃ ১০০টি রিভিশন পরীক্ষাঃ ৬২টি
অ্যাপ এর হোম screen -এ পিডিএফ বাটন ক্লিক করুন, এখান থেকে রুটিন ডাউনলোড করতে পারবেন। রুটিনের তারিখ অনুযায়ী পরীক্ষা রাত ১২ থেকে ২৪ ঘণ্টার মধ্যে যেকোন সময় দিতে পারবেন, ফলাফল সাথে সাথে বিস্তারিত ব্যাখ্যাসহ দেওয়া হয়। missed পরীক্ষাগুলো আর্কাইভ থেকে দিতে পারবেন, তবে মেরিট লিস্ট আসবে না, মেরিট লিস্টে থাকতে হলে রুটিন অনুযায়ী নির্দিষ্ট তারিখে দিতে হবে। আর্কাইভ থেকে পরীক্ষা দিতে হলে ভিজিট করুনঃ অ্যাপ এর হোম স্ক্রীনে 'পরীক্ষার সেকশন' বাটনে ক্লিক করুন -> বিসিএস বাটন -> [ফ্রি কোর্স] ৫০তম বিসিএস প্রিলি ২২০ দিনের সেকশনের All Exam বাটন ক্লিক করুন -> এখান Upcoming, Expired ট্যাব পাবেন।
✅ প্রধান শিক্ষক প্রস্তুতি - লেকচারশীট ভিত্তিকঃ রুটিন আপলোড করা হয়েছে। পরীক্ষা শুরুঃ ১৫ আগস্ট। মোট পরীক্ষাঃ ৫৮টি
✅ আপকামিং রুটিনঃ
- ১০০ দিনের বিসিএস বিষয়ভিত্তিক প্রস্তুতি। - বেসিকভিউ বই অনুসারে GK রুটিনে টপিক ও বইয়ের পৃষ্ঠা নম্বর উল্লেখ থাকবে। - অগ্রদূত বাংলা বই অনুসারে বাংলা সাহিত্য ও ভাষা রুটিনে টপিক ও বইয়ের পৃষ্ঠা নম্বর উল্লেখ থাকবে।। - English মাস্টার বই অনুসারে রুটিনে টপিক ও বইয়ের পৃষ্ঠা নম্বর উল্লেখ থাকবে।