ATEO - ১৯৯৬ (95 টি প্রশ্ন )
i
ব্যাখ্যা (Explanation):
সাধারণ গুণের বা ধর্মের উল্লেখ না করে উপমেয় পদের সাথে উপমানের যে সমাস হয় তাকে উপমিত কর্মধারয় সমাস বলে।
অন্যান্য উদাহরণঃ
- সোনার মতো মুখ- সোনামুখ,
- পদ পল্লবের ন্যায়- পদপল্লব,
- কুমারী ফুলের ন্যায়- ফুলকুমারী ইত্যাদি।
i
ব্যাখ্যা (Explanation):
বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড) ১৯৫৯ সালের ২৭ মে পল্লী উন্নয়নের ক্ষেত্রে একটি প্রশিক্ষণ, গবেষণা ও প্রায়োগিক গবেষণা পরিচালনাকারী প্রতিষ্ঠান হিসেবে যাত্রা শুরু করে।
- BARD (Bangladesh Academy for Rural Development) বা বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমির প্রতিষ্ঠাতা ড. আখতার হামিদ খান।
- এটির অবস্থান কুমিল্লা জেলার কোটবাড়ীতে।
- এটি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অধীন একটি প্রতিষ্ঠান।
i
ব্যাখ্যা (Explanation):
- ভারতের মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদ শহরের ১০২ কিলোমিটার উত্তরে অজন্তা নামক স্থানে গুহাগুলো অবস্থিত।
- এর ঠিক ২৯ কিলোমিটার উত্তর-পূর্ব দিকে ইলোরা গ্রামে ইলোরা গুহাচিত্রগুলো অবস্থিত।
- অজন্তায় প্রায় ৩০টি গুহামন্দির আছে। সবগুলো পাহাড় কেটে তৈরি করা বৌদ্ধ মন্দির এবং মঠ।
- গুয়াগুর্ণা নদীর উপত্যকার ২২ মিটার উঁচু গিরিসঙ্কটের অভ্যন্তরে গ্রানাইট পাথরের ফাঁপা প্রাকৃতিক গুহার মধ্যে এই মন্দিরগুলো নির্মিত হয়েছে।
- গুহাগুলো খ্রিস্টপূর্ব প্রথম শতাব্দী থেকে সপ্তম শতাব্দীর মধ্যে খনন করে বের করা হয়। মন্দিরগুলো আবার দুই শ্রেণির। যেমন চৈত্য এবং বিহার। চৈত্য হলো থাকার জায়গা বা বাসগৃহ। আর বিহার হলো মঠ।
- বড় বড় গুহার স্তম্ভগুলো ছাদ পর্যন্ত গিয়ে পৌঁছেছে। গুহার ভেতরের দেয়াল চিত্রে বুদ্ধের জীবনী এবং সংশ্লিষ্ট নানা কাহিনি অঙ্কিত আছে।

- তোমরা যদি সেখানে যাও তাহলে ১, ২, ১৬, ১৭ এবং ১৯ নম্বর গুহায় অসাধারণ কিছু চিত্র দেখতে পাবে। আবার ১, ৪, ২৪ এবং ২৬ নম্বর গুহায় গেলে দেখবে অপূর্ব সব স্থাপত্য শিল্পকর্মের নিদর্শন।
i
ব্যাখ্যা (Explanation):
- ১৯৭২ সালের ১১ জানুয়ারি অস্থায়ী সংবিধান আদেশ জারির পর ২৩ জুন রাষ্ট্রপতি গণপরিষদ আদেশ জারি করেন।
- ১০ এপ্রিল গণপরিষদের প্রথম অধিবেশন বসে।
- এ অধিবেশনে খসড়া সংবিধান প্রণয়নের জন্য ৩৪ সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়।
- এ কমিটির সভাপতি ছিলেন ড. কামাল হোসেন।
- এ কমিটি গণপরিষদে খসড়া সংবিধান পেশ করে ১৯৭২ সালের ১২ অক্টোবর যা ৪ নভেম্বর গণপরিষদ কর্তৃক গৃহীত হয় এবং ১৯৭২ সালের ১৬ ডিসেম্বর থেকে কার্যকর হয়।
i
ব্যাখ্যা (Explanation):
- বাংলাদেশের রাষ্ট্রীয়/জাতীয় পতাকার ডিজাইনার - কামরুল হাসান।
- এছাড়া বাংলাদেশের মনোগ্রামের ডিজাইনার - এ.এন. সাহা।
- বাংলাদেশের আন্তজার্তিক খ্যাতিসম্পন্ন চিত্রশিল্পী হলেন - শিল্পাচার্য জয়নুল আবেদিন এবং
- বাংলাদেশের শ্রেষ্ঠ কার্টুনিস্ট হলেন - রফিকুন্নবী।
i
ব্যাখ্যা (Explanation):
চারটি রেডক্রস কনভেনশন নামে পরিচিত জেনেভা কনভেনশন ১৯৪৯।
- এই কনভেনশনে চারটি চুক্তি স্বাক্ষরিত হয়।
- এই কনভেনশন টি সম্পূর্ণ যুদ্ধকালীন আচরণ সম্পর্কিত।
- দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়াবহতায় মর্মাহত হয়ে ১৯৪৯ সালের চারটি জেনেভা কনভেনশনে দুনিয়ার রাষ্ট্রগুলো -এ মর্মে ঐকমত্য পোষণ করে যে যারা কোনোভাবে বৈরিতায় সম্পৃক্ত নয়, তাদের সুরক্ষা নিশ্চিত করতে হবে—আহত ও অসুস্থ সেনা, যুদ্ধবন্দী ও বেসামরিক মানুষ।

উৎস: Britannica.com
i
ব্যাখ্যা (Explanation):
অতিভুজ= √(ভুমি + লম্ব) = √(৮ + ৬) = √১০০ = ১০ ফুট
i
ব্যাখ্যা (Explanation):
- ইউসুফ-জোলেখা মধ্যযুগের পুঁথি লেখকদের রচিত বাংলা সাহিত্যের একটি প্রণয়-কাব্য।
- বাংলা সাহিত্যের প্রথম মুসলমান কবি শাহ মুহম্মদ সগীর, গৌড়ের সুলতান গিয়াসউদ্দিন আজম শাহের রাজত্বকালে(১৩৯৩-১৪০৯ খ্রিস্টাব্দ) ইউসুফ-জোলেখা কাব্য রচনা করেন।
- শাহ মুহম্মদ সগীর ছাড়াও মধ্যযুগের আরো অনেক কবি ইউসুফ-জোলেখা নাম দিয়ে কাব্য রচনা করেন। তার মধ্যে আবদুল হাকিম, শাহ গরীবুল্লাহ, গোলাম সফাতুল্লাহ, সাদেক আলী এবং ফকির মোহাম্মদ উল্লেখযোগ্য
i
ব্যাখ্যা (Explanation):
- রূপসী বাংলা, বাংলা ভাষার অন্যতম প্রধান কবি জীবনানন্দ দাশের সর্বাধিক জনপ্রিয় কাব্যগ্রন্থ।
- কবি জীবদ্দশায় এ গ্রন্থটি বা এর অন্তর্ভুক্ত কোন কবিতা প্রকাশ করেন নি। মৃত্যুর পর এর পূর্ণাঙ্গ পাণ্ডুলিপি আবিষ্কৃত হয়।
- কবি এ গ্রন্থটির প্রচ্ছদনাম নির্বাচন করেছিলেন বাংলার ত্রস্ত নীলিমা।
- জীবনানন্দ কেন স্বীয় জীবদ্দশায় এ কাব্যগন্থটি প্রকাশ করেননি তা অদ্যাবধি এক পরম বিস্ময় হয়ে আছে। বাংলাদেশের মুক্তিযুদ্ধে এর কবিতাগুলি বাঙালিদের বিশেষভাবে অনুপ্রেরণা যুগিয়েছিল।

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
i
ব্যাখ্যা (Explanation):
আধুনিক কবিদের মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুর পদাবলি রচনা করেছেন । তাঁর রচিত কাব্যের নাম 'ভানুসিংহের পদাবলী' । এর বেশির ভাগ পদই ব্রজবুলি ভাষায় রচিত । 
i
ব্যাখ্যা (Explanation):

আমুদরিয়া নদী (Amu Darya) মধ্য এশিয়ার একটি গুরুত্বপূর্ণ নদী, যা প্রাচীনকালে অক্সাস নামে পরিচিত ছিল। দরিয়া শব্দের অর্থ বড় জলাশয়, সাগর বা নদী। এর উৎপত্তিস্থল হলো পামির পর্বতমালা। বিশেষত, এটি তাজিকিস্তান এবং আফগানিস্তানের মধ্যবর্তী অঞ্চলে অবস্থিত পামির পর্বতমালা থেকে শুরু হয়।

আমুদরিয়া নদী আফগানিস্তান, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান এবং উজবেকিস্তানের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে শেষ পর্যন্ত আরাল সাগরে পতিত হয়। 

i
ব্যাখ্যা (Explanation):
- কোন স্থানের ঠিক বিপরীত স্থানকে ঐ স্থানের প্রতিপাদস্থান বলে।
- অর্থাৎ কোন নির্দিষ্ট স্থান হতে পৃথিবীর কেন্দ্র ভেদ করে যদি কোন সরলরেখা টানা হয় তা পৃথিবীর অপর যে প্রান্তে ভেদ করবে তাকে ১ম স্থানের প্রতিপাদস্থান বলা হবে।
- যেমন,বাংলাদেশের প্রতিপাদস্থান হচ্ছে চিলির নিকট প্রশান্ত মহাসাগরে
- অর্থাৎ, বাংলাদেশ থেকে পৃথিবীর কেন্দ্র ভেদ করে সরলরেখা বরাবর যদি কোন গর্ত খুড়ে যাওয়া যায় তবে চিলির নিকট প্রশান্ত মহাসাগরে গিয়ে বের হবো।
i
ব্যাখ্যা (Explanation):
ভিক্টোরিয়া হ্রদ (ইংরেজি: Lake victoria)
- আফ্রিকা মহাদেশের বৃহত্তম এবং পৃথিবীর তৃতীয় বৃহত্তম হ্রদ।
- ক্ষেত্রফলের দিক দিয়ে এটি পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম বিশুদ্ধ পানির আধার। তবে গভীরতা তুলনামূলকভাবে কম হওয়ায় এটি পানির আয়তনের দিক দিয়ে বিশ্বে সপ্তম বৃহত্তম।
- তানজানিয়া, কেনিয়া এবং উগান্ডার মধ্যবর্তী একটি সুউচ্চ মালভূমির উপর এটি অবস্থিত।
- এ হ্রদে প্রায় ৩০০০ টি ছোট-বড় দ্বীপ রয়েছে, যার অনেকগুলোতেই মানব বসতি রয়েছে। নীল নদ এর দীর্ঘতম উৎস সাদা নীলের উৎপত্তি এ হ্রদ থেকেই।
i
ব্যাখ্যা (Explanation):
দক্ষিণ গোলার্ধের ৪০ ডিগ্রি থেকে ৫০ ডিগ্রি অক্ষাংশ পর্যন্ত এলাকায় প্রবাহিত শক্তিশালী বায়ু প্রবাহ গর্জনশীল চল্লিশা নামে পরিচিত। আবার ৪০ ডিগ্রি থেকে ৫০ ডিগ্রি দক্ষিণ অক্ষাংশ পর্যন্ত এলাকাকেও গর্জনশীল চল্লিশা বা Roaring Forties বলে। সারা বছর ধরে পশ্চিম দিক থেকে প্রবল বায়ুপ্রবাহ এ এলাকার বৈশিষ্ট্য।
i
ব্যাখ্যা (Explanation):
- দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা (সংক্ষেপে সার্ক) দক্ষিণ এশিয়ার একটি সরকারি সংস্থা।
- এর সদস্য দেশগুলো বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলংকা, নেপাল, মালদ্বীপ, ভুটান এবং আফগানিস্তান।
- গণচীন ও জাপানকে সার্কের পর্যবেক্ষক হিসেবে নির্বাচিত করা হয়েছে।
- সার্ক ১৯৮৫ সালের ৮ই ডিসেম্বর প্রতিষ্ঠিত হয়েছিল।
- সার্কের প্রতিষ্টাতা সদস্য সমূহ হল বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলংকা, নেপাল, মালদ্বীপ, ভুটান এবং ২০০৭ সালে আফগানিস্তান সার্ককের সদস্য পদ লাভ করে ।
- রাষ্ট্রের শীর্ষ মিটিং সাধারণত বাত্সরিক নির্ধারিত এবং পররাষ্ট্র সচিবদের সভা দুই বছ পর পর অনুষ্টিত হয়। নেপালের কাঠমান্ডুতে সার্কের সদর দফতর অবস্থিত ।
- সার্ক দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র এবং সার্ক বিশ্ববিদ্যালয় নয়াদিল্লিতে অবস্থিত। সার্ক জ্বালানি ও পরিবেশ কেন্দ্র ইসলামাবাদে, সার্ক যক্ষা ও এইডস কেন্দ্র কাঠমুন্ডু এবং সার্ক সাংস্কৃতিক কেন্দ্র কলম্বোতে অবস্থিত।
- সার্ক কৃষি তথ্যকেন্দ্র ঢাকায় অবস্থিত।
i
ব্যাখ্যা (Explanation):
জাতিসংঘের মহাসচিবঃ
১. ট্রিগভেলী - নরওয়ে- ১৯৪৬-৫২
২. দ্যাগ হেমার শোল্ড -সুইডেন -১৯৫৩-৬১
৩. উ. থান্ট - মায়ানমার - ১৯৬২-৭১
৪. কূট ওয়ার্লডহেইম - অস্ট্রিয়া - ১৯৭২-৮১
৫. পেরেজ দি কুয়েলার - পেরু - ১৯৮২-৯১
৬. ড. ব্রুটোস ঘালি - মিশর -১৯৯২-৯৬
৭. কফি আনান - ঘানা - ১৯৯৭ - ২০০৬
৮. বান কি মুন - দ.কোরিয়া - ২০০৭-২০১৬
৯. আন্তোনিও গুতেরেস - পর্তুগাল- ২০১৭-বর্তমান
i
ব্যাখ্যা (Explanation):
- আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ ভারতীয় প্রজাতন্ত্রের একটি কেন্দ্রশাসিত অঞ্চল।
- এই অঞ্চলটি ভারত মহাসাগরে অবস্থিত। ভৌগোলিকভাবে অঞ্চলটিকে দক্ষিণপূর্ব এশিয়ার অংশ মনে করা হয়। 
- এই দুই দ্বীপপুঞ্জ ১০° উত্তর অক্ষরেখা দ্বারা বিচ্ছিন্ন। আন্দামান এই অক্ষরেখার উত্তরে ও নিকোবর এর দক্ষিণে অবস্থিত। এই অঞ্চলের পূর্বে আন্দামান সাগর ও পশ্চিমে বঙ্গোপসাগর অবস্থিত।
- এই কেন্দ্রশাসিত অঞ্চলটির রাজধানী আন্দামানের শহর পোর্ট ব্লেয়ার
- এই অঞ্চলের স্থলভাগের সামগ্রিক আয়তন ৬,৪৯৬ বর্গকিলোমিটার।
i
ব্যাখ্যা (Explanation):

a:b=4:7=(4x5):(7×5)=20:35

b:c=5:6=(5×7):(6x7)=35:42

a:b:C=20:35:42

 

i
ব্যাখ্যা (Explanation):
ক্ষেত্রফল = ৫০ × ২০=১০০০ মিটার

সুতরাং, খরচ=(১০০০ × ১.৫০) = ১৫০০ টাকা

 

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
i
ব্যাখ্যা (Explanation):
ধরি,

দশকের অংক ক

এককের অংক (ক+৩)

সংখ্যাটি=১০ক+(ক+৩)=১১ক+৩

শর্তমতে, ১১ক+৩=৩(২ক+৩)+৪

বা, ১১ক+৩=৬ক+৯+8

বা,ক=২

সুতরাং, সংখ্যাটি= (২×১০)+৫=২৫

 

 

 
i
ব্যাখ্যা (Explanation):
২/৩ = ০.৬৬৬...

৪/৫ = ০.৮

১৩/১৫ = ০.৮৬৬...

৩/২৯ = ০.১০৩...

∴ সবচেয়ে বড় ভগ্নাংশ = ১৩/১৫
i
ব্যাখ্যা (Explanation):
১ লিটার = ১০০০ সি.সি.

১ লিটার = ১ ঘন ডেসিমিটার

১ ডেসিমিটার = ১০ সেন্টিমিটার


১ ঘন ডেসিমিটার = ১০ সেমি × ১০ সেমি × ১০ সেমি = ১০০০ ঘন সেন্টিমিটার = ১০০০ সি.সি.
i
ব্যাখ্যা (Explanation):
বিয়োজক অব্যয়ঃ
- এ জাতীয় অব্যয় শব্দের সাথে অথবা বাক্যের সাথে বাক্যের বিয়োজন ঘটায়।
- এগুলো হলোঃ কিংবা, বা, অথবা, নতুবা, না হয়, নয়তো ইত্যাদি বিয়োজক অব্যয়ের উদাহরণ। 
i
ব্যাখ্যা (Explanation):
এখানে, OA ব্যাসার্ধ এবং AB স্পর্শক
∴ OA ⊥ AB
ফলে ∠OAB = 90°
∴ ∠ABO = 90° - ∠AOB
           = 90° - 60°
           = 30°
i
ব্যাখ্যা (Explanation):
সোডিয়াম বাতির আলো হলুদ। লাল কাপড় হলুদ আলোকরশ্মিকে শোষন করবে।এই কারণে সোডিয়াম আলোতে একটি লাল কাপড় কালো দেখাবে।
i
ব্যাখ্যা (Explanation):
২০ নভেম্বর - ১৮ ডিসেম্বর, ২০২২ সালে কাতারে অনুষ্ঠিত ২২তম ফিফা বিশ্বকাপ ফুটবলে সেরা উদীয়মান খেলোয়াড় নির্বাচিত হন আর্জেন্টিনার এনজো ফার্নান্দেজ। এ আসরে
- সেরা খেলোয়াড় (গোল্ডেন বল) লাভ করে লিওনেল মেসি (আর্জেন্টিনা) এবং
- সর্বোচ্চ গোলদাতা (গোল্ডেন বুট) লাভ করে কিলিয়ান এমবাপ্পে (ফ্রান্স)।
- আর সেরা গোলরক্ষক (গোল্ডেন গ্লাভস) লাভ করে এমি মার্টিনেজ (আর্জেন্টিনা)।
i
ব্যাখ্যা (Explanation):
বৃত্তের পরিধি 2πr এবং ব্যাস 2r

∴ বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত,
= ব্যাস : পরিধি
= 2πr : 2r
= 2πr/2r
= π/1
= (22/7)/1
= 22/7
i
ব্যাখ্যা (Explanation):
ছেলের বর্তমান বয়স = (১৪ - ৬) বছর = ৮ বছর।
স্ত্রীর বর্তমান বয়স = ৫ × ৮ = ৪০ বছর।

∴ ঐ ব্যক্তির বর্তমান বয়স = (৫ × ৮) + ৫ = ৪৫ বছর।
i
ব্যাখ্যা (Explanation):

X3 - 7x - 6
= x3+x2-x2-x-6x-6

= x2(x+1)-x(x+1)–6(x+1)

= (x+1)(x2-x-6)

= (x+1)(x2-3x+2x-6)

= (x+1){x(x-3)+2(x-3)}

= (x+1){(x-3)(x+2)} -

= (x+1)(x+2)(x-3)

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
i
ব্যাখ্যা (Explanation):

দেওয়া আছে,
p + 1/p = 3

বা, (p + 1/p)2 = 32

বা, p2 + 2. p . 1/p + 1/p2 = 9

বা, p2 + 1/p2 = 9-2

বা, p+ 1/p= 7

বা, (p2 + 1/p2)2 = (7)2

বা, p4 + 2 . p2. 1/p+ 1/p= 49

বা, p4 + 1/p= 49-2

বা, p4 + 1/p= 47

সঠিক উত্তর: 0 | ভুল উত্তর: 0