আকিয়াব সমুদ্র বন্দর কোথায় অবস্থিত?
A বাৰ্মা (মিয়ানমার)
B আলজেরিয়া
C ভারত
D সুদান
Solution
Correct Answer: Option A
- ঐতিহাসিক নাম: আকিয়াব (সিতওয়ে) দক্ষিণ-পূর্ব এশিয়ার রাষ্ট্র মিয়ানমারের পশ্চিমভাগে অবস্থিত আরাকান অঞ্চলের রাখাইন রাজ্যের রাজধানী ও একটি বন্দর নগরী।
- এটি কালাদান নদীর মোহনায় বঙ্গোপসাগরের উপকূলে অবস্থিত।