Solution
Correct Answer: Option D
- রাশিয়ার পূর্বাঞ্চলে সর্ববৃহৎ শহর হলো ভ্লাদিভস্তক (Vladivostok)।
- রাশিয়ার পূর্বাঞ্চলীয় শহর ভ্লাদিভস্টকে রাশিয়ার রাসায়নিক ও পারমাণবিক গবেষণা কেন্দ্র রয়েছে।
- এজন্য নিরাপত্তার কারণে শহরটিকে গোপনীয় শহর হিসেবে বিবেচনা করা হয়।
- উল্লেখ্য, শহরটি হতে পৃথিবীর দীর্ঘতম রেলপথ ট্রান্সসাইবেরিয়ান রেলপথ শুরু হয়ে লেনিনগ্রাড পর্যন্ত বিস্তৃত।