আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউট (IRRI) কোন দেশে অবস্থিত?
A ফিলিপাইন
B জাপান
C শ্ৰীলঙ্কা
D ভারত
Solution
Correct Answer: Option A
- আন্তর্জাতিক ধান গবেষণা কেন্দ্র (International Rice Research Institute- IRRI) ১৯৬০ সালে প্রতিষ্ঠিত হয়।
- এর সদর দপ্তর ফিলিপাইনের ম্যানিলায় অবস্থিত।