নারী ও শিশুদের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে অবদান রাখার জন্য সর্বপ্রথম একজন মুসলমান মহিলা নোবেল শান্তি পুরষ্কার পেয়েছেন তাঁর নাম কি?

A সুলতানা রাজিয়া

B শিরিন আকবর

C শিরিন এবাদি

D বেনজির ভুট্টো

Solution

Correct Answer: Option C

- শিরিন এবাদি (ইংরেজি: Shirin Ebadi; ফার্সি: شيرين عبادى Širin Ebādi; জন্ম ২১শে জুন, ১৯৪৭) ইরানের একজন আইনজীবি ও মানবাধিকার কর্মী।
-  তিনি ২০০৩ সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন।
- নোবেল বিজয়ী প্রথম মুসলিম নারী- শিরিন এবাদি (ইরান)।
- তিনি গনতন্ত্র ও মানবাধিকার রক্ষায় অবদান রাখার জন্য এই পুরস্কার লাভ করেন।
- আরবি সাহিত্যে একমাত্র নোবেল বিজয়ী মুসলিম- নাগিব মাহফুজ (মিশর) ।
- নোবেল বিজয়ী প্রথম আরব নারী- তাওয়াক্কোল কারমান (ইয়েমেন)।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions