কোষের প্রাণশক্তি বলা হয় কোনটিকে?

A মাইটোকন্ড্রিয়া

B নিউক্লিয়াস

C ক্রমোজন

D লিকোপ্লাষ্ট

Solution

Correct Answer: Option A

- কোষের প্রাণশক্তি বলা হয় মাইটোকন্ড্রিয়া ।
- মাইটোকনড্রিয়াকে কোষের শক্তিঘরও বলে। খাদ্যের শক্তি নির্গত হয়ে মাইটোকন্ড্রিয়াতে সঞ্চিত থাকে। এবং ওই শক্তি কোষের প্রয়োজনীয় শক্তির যোগান দেয়। তাই মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তিঘর বা পাওয়ার হাউজ বলা হয়।
- বিজ্ঞানী বেন্দা ১৮৯৮ সালে মাইটোকন্ড্রিয়ার নামকরণ করেন।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions