ভিটামিন ‘এ’-এর অভাবে কোন রোগ দেখা দেয়?
A চর্ম রোগ
B জ্বর
C রাতকানা
D মাথা-ব্যথা
Solution
Correct Answer: Option C
- ভিটামিন-বি১ (B1) বা Thiamine (থিয়ামিন) এর অভাবে বেরিবেরি রোগ হয়।
- ভিটামিন-সি (C) এর অভাবে স্কার্ভি।
- ভিটামিন-ডি (D) এর অভাবে রিকেটস।
- ভিটামিন-এ (A) এর অভাবে রাতকানা রোগ হয়।