চাল ভর্তি একটি পাত্রের ওজন খালি পাত্রটির ওজনের ৭ গুণ । ঐরুপ ৭টি খালি পাত্রের ওজন ১৪ কেজি হলে প্রতিটি পাত্রে কত কেজি চাল ধরে?

A ১২ কেজি

B ১৩ কেজি

C ১৪ কেজি

D ১৫ কেজি

Solution

Correct Answer: Option A

ধরি, খালি পাত্রের ওজন= x কেজি

প্রশ্নমতে,
 ৭x = ১৪
বা, x=২ কেজি

অর্থাৎ, প্রতিটি খালি পাত্রের ওজন ২কেজি

সুতরাং, প্রতিটি পাত্রে চাল ধরে = (২×৭) - ২ = ১২ কেজি

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions