পাড়সহ একটি পুকুরের দৈর্ঘ্য ৭০ মিটার এবং প্রস্থ ৬০ মিটার। যদি পুকুরের প্রত্যেক পাড়ের বিস্তার ৪ মিটার হয়, তবে পুকুর পাড়ের ক্ষেত্রফল কত?

A ১১৫০ বর্গমিটার

B ১০০০ বর্গমিটার

C ১০৫০ বর্গমিটার

D ৯৭৬ বর্গমিটার

Solution

Correct Answer: Option D

পাড়সহ পুকুরের ক্ষেত্রফল = ৭০ x ৬০ = ৪২০০ বর্গ মি.
পাড় বাদে পুকুরের দৈর্ঘ্য = ৭০ - ২x৪ = ৬২ মি.
পাড় বাদে পুকুরের প্রস্থ = ৬০ - ২x৪ = ৫২ মি.
পাড় বাদে পুকুরের ক্ষেত্রফল = ৬২x৫২ = ৩২২৪ বর্গ মি.
সুতরাং, পাড়ের ক্ষেত্রফল = ৪২০০ - ৩২২৪ = ৯৭৬ বর্গ মি.

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions