'আপন ঘরে বোঝাই সোনা, পরে করে লেনা দেনা।' গানটির রচয়িতা কে?
Solution
Correct Answer: Option D
- বাউল গান লোকগীতির একটি বিশেষ অংশ।
- বাউল গান মূলত বাউল সম্প্রদায়ের গান।
- শ্রেষ্ঠ বাউল গান রচয়িতা লালন শাহ। তাকে বাউল সম্রাট বলা হয়।
তার রচিত কয়েকটি উল্লেখযোগ্য গান-
- 'কেউ মালায় কেউ তসবি গলায়, তাইতে যে জাত ভিন্ন বলায়।', 'জাত গেল জাত গেল বলে একি আজব কারখানা', 'আপন ঘরে বোঝাই সোনা, পরে করে লেনা দেনা।', 'খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়।', 'আমি অপার হয়ে বসে আছি।', 'তিন পাগলে হলো মেলা নদে এসে।'