পাঠক শব্দটি কোন শ্রেণীর ধাতু হতে গঠিত?

A সংস্কৃত

B খাটি বাংলা

C দেশী

D বিদেশী

Solution

Correct Answer: Option A

• ‘পঠ্‌’ - সংস্কৃত ধাতু।
- এটি দ্বারা গঠিত শব্দ- পঠন, পাঠ্য, পঠিত, পাঠক ইত্যাদি।

- বাংলা ভাষায় বহু ক্রিয়াপদ রয়েছে, এসকল ক্রিয়াপদেরমূল অংশকে বলা হয় ধাতু বা ক্রিয়ামূল।

• ধাতু ৩ প্রকার। যথা-
- মৌলিক ধাতু
- সাধিত ধাতু ও
- যৌগিক সংযোগমূলক ধাতু। 

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions