Solution
Correct Answer: Option A
• ‘পঠ্’ - সংস্কৃত ধাতু।
- এটি দ্বারা গঠিত শব্দ- পঠন, পাঠ্য, পঠিত, পাঠক ইত্যাদি।
- বাংলা ভাষায় বহু ক্রিয়াপদ রয়েছে, এসকল ক্রিয়াপদেরমূল অংশকে বলা হয় ধাতু বা ক্রিয়ামূল।
• ধাতু ৩ প্রকার। যথা-
- মৌলিক ধাতু
- সাধিত ধাতু ও
- যৌগিক সংযোগমূলক ধাতু।