'সেনেগাল' কোন মহাদেশে অবস্থিত?
A আফ্রিকা
B এশিয়া
C ইউরোপ
D উত্তর আমেরিকা
Solution
Correct Answer: Option A
সেনেগাল পশ্চিম আফ্রিকার একটি দেশ। এর রাজধানীর নাম ডাকার। সেনেগাল নদী থেকে সেনেগালের নামকরণ করা হয়েছে। সেনেগাল ফ্রান্স থেকে ১৯৬০ সালে স্বাধীনতা লাভ করে।