Solution
Correct Answer: Option B
• জহির রায়হান রচিত - " বরফ গলা নদী" একটি উপন্যাস।
• বরফ গলা নদী - জহির রায়হান রচিত চতুর্থ উপন্যাস।
• এটি প্রকাশিত হয় ১৯৬৯ সালে।
• তিনি একজন প্রখ্যাত বাংলাদেশি চলচ্চিত্র পরিচালক, ঔপন্যাসিক এবং গল্পকার।
• বাংলা সাহিত্যের গল্প শাখায় অবদানের জন্য তিনি ১৯৭২ সালে বাংলা একাডেমী পুরস্কার লাভ করেন।