Solution
Correct Answer: Option A
বেগম রোকেয়ার উলেখযোগ্য রচনার মধ্যে রয়েছে:
- মতিচুর (প্রবন্ধ, ২ খন্ড: ১ম খন্ড ১৯০৪, ২য় খন্ড ১৯২২),
- Sultana’s Dream (নকশাধর্মী রচনা, ১৯০৮),
- পদ্মরাগ (উপন্যাস, ১৯২৪),
- তার শ্রেষ্ঠ গ্রন্থ 'অবরোধবাসিনী'।
অন্যদিকে
- 'পদ্মাবতী' নামে কাব্য, 'নাটক ও গবেষণামূলক গ্রন্থ লিখেন যথাক্রমে - আলাওল, মাইকেল মধুসূদন দত্ত ও সৈয়দ আলী আহসান ।