বাংলা সাহিত্যে অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক কে?

A রবীন্দ্রনাথ ঠাকুর

B বুদ্ধদেব বসু

C শামসুর রাহমান

D মাইকেল মধুসূদন দত্ত

Solution

Correct Answer: Option D

- মধুসূদন দত্ত বাংলা সাহিত্যে সনেটের অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তন করেন ও প্রথম বাঙালি সনেটকার । 
- তার লেখা চতুর্দশপদী কবিতাবলী বাংলা সাহিত্যের প্রথম সনেট সংকলন । 
- তিনি ইতালীয় কবি পেত্রার্ক অনুকরনে এসব সনেট রচনা করেন ।

- মাইকেল মধুসূদন দত্ত প্রথম অমিত্রাক্ষর ছন্দের প্রয়োগ করেন পদ্মাবতী নাটকে। (দ্বিতীয় অঙ্ক দ্বিতীয় গর্ভাঙ্কে)
- অমিত্রাক্ষর ছন্দে রচিত প্রথম কাব্যগ্রন্থ - তিলোত্তমাসম্ভব কাব্য। অর্থ্যাৎ, এই কাব্যটি সম্পূর্ণ অমিত্রাক্ষর ছন্দে রচিত।

চতুর্দশপদী কবিতাবলী কাব্যগ্রন্থের উল্লেখযোগ্য কবিতা :
- বঙ্গভাষা
- কপোতাক্ষ নদ
- আশা ইত্যাদি

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions