Solution
Correct Answer: Option B
- সৈয়দ শামসুল হক ১৭৮৩ সালের রংপুর দিনাজপুর অঞ্চলের সামন্তবাদ বিরোধী কৃষক নেতা নুরুলদীনের সংগ্রাম নিয়ে রচনা করেন বিখ্যাত নাটক 'নুরলদীনের সারা জীবন '।
- সৈয়দ শামসুল হক (২৭ ডিসেম্বর ১৯৩৫ - ২৭ সেপ্টেম্বর ২০১৬) বিংশ শতাব্দীর শেষভাগে সক্রিয় একজন প্রখ্যাত বাংলাদেশী সাহিত্যিক।
- কবিতা, উপন্যাস, নাটক, ছোটগল্প, অনুবাদ তথা সাহিত্যের সকল শাখায় সাবলীল পদচারণার জন্য তাকে 'সব্যসাচী লেখক' বলা হয়।
- তার লেখকজীবন প্রায় ৬২ বছর ব্যাপী বিস্তৃত। সৈয়দ শামসুল হক মাত্র ৩১ বছর বয়সে ১৯৬৬ সালে বাংলা একাডেমি পুরস্কার লাভ করেছিলেন।
- বাংলা একাডেমি পুরস্কার পাওয়া সাহিত্যিকদের মধ্যে তিনিই সবচেয়ে কম বয়সে এ পুরস্কার লাভ করেছেন।
তার কিছু কাব্যনাট্যঃ
- পায়ের আওয়াজ পাওয়া যায় (১৯৭৬, মুক্তিযুদ্ধভিত্তিক)
- গণনায়ক (১৯৭৬)
- নুরলদীনের সারাজীবন (১৯৮২)
- এখানে এখন (১৯৮৮)
- কাব্যনাট্য সমগ্র (১৯৯১)
- ঈর্ষা
- বাংলার মাটি বাংলার জল ইত্যাদি।