কাজী নজরুল ইসলামের প্রবন্ধ সংকলন কোনটি?

A শিউলিমালা

B অগ্নিবীণা

C রুদ্রমঙ্গল

D ব্যথার দান

Solution

Correct Answer: Option C

- কাজী নজরুল ইসলামের 'রুদ্রমঙ্গল' প্রবন্ধগ্রন্থে মোট আটটি প্রবন্ধ রয়েছে।
- এগুলো হলো- রুদ্রমঙ্গল, আমার পথ, মোহররম, বিষবাণী, ক্ষুদিরামের মা, ধূমকেতুর পথ, মন্দির মসজিদ এবং হিন্দু-মুসলমান।

• তাঁর বিখ্যাত কয়েকটি কাব্যগ্রন্থঃ
- অগ্নিবীণা,
- মরুভাস্কর,
- সঞ্চিতা,
- চিত্তনামা,
- দোলনচাঁপা,
- সন্ধ্যা,
- চক্রবাক,
- চন্দ্রবিন্দু,
- ছায়ানট,
- বিষের বাঁশি,
- সর্বহারা,
- সাম্যবাদী,
- ফনিমনসা ইত্যাদি। 

• কাজী নজরুল ইসলাম সম্পাদিত পত্রিকা ধূমকেতু (১৯২২), দৈনিক নবযুগ (১৯২০), লাঙ্গল (১৯২৫) ।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions