১৩ সে.মি. ব্যাসার্ধের বৃত্তের কেন্দ্র থেকে 5 সে.মি. দূরত্বে অবস্থিত জ্যা এর দৈর্ঘ্য কত?
Solution
Correct Answer: Option D
দেওয়া আছে,
ব্যাসার্ধ = ১৩ সে.মি.
জ্যা এর অর্ধেক দৈর্ঘ্য,
= √{(ব্যাসার্ধ)² - (কেন্দ্র হতে জ্যা এর দূরত্ব)²}
= √{(১৩)² - (৫)²}
= √(১৬৯ - ২৫)
= √১৪৪
= ১২
∴ জ্যা এর দৈর্ঘ্য = ২ x ১২ = ২৪ সে.মি.