একটি বর্গের প্রতিটি ক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 10% বৃদ্ধি করা হলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে?

A 11%

B 12%

C 20%

D 21%

Solution

Correct Answer: Option D

মনে করি, বাহুর দৈর্ঘ্য ১০০ মিটার

ক্ষেত্রফল = (১০০) মিটার
            = ১০০০০ মিটার

আবার,১০%বৃদ্ধিতে,

দৈর্ঘ্য = (১০০ + ১০) = ১১০ মিটার 

ক্ষেত্রফল = (১১০) = ১২১০০ বর্গমিটার

পার্থক্য = (১২১০০ - ১০০০০) = ২১০০ বর্গমিটার

শতকরা বৃদ্ধি = (২১০০/১০০০০) X ১০০ = ২১ % 

              

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions