Solution
Correct Answer: Option A
- যে সকল পদার্থের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ খুব সহজেই হয়, বিশেষ কোনাে বাধার সম্মুখীন হয় না তাকে বিদ্যুৎ পরিবাহী পদার্থ বা সুপরিবাহী পদার্থ বা কন্ডাক্টর বা পরিবাহক বলে।
- রুপা: রুপা হলো এমন একটি ধাতু যা বিদ্যুৎকে সবচেয়ে ভালোভাবে পরিবহন করতে পারে। তাই রুপাকে সবচেয়ে ভালো বিদ্যুৎ পরিবাহী বলা হয়।
- পাথর: পাথর বিদ্যুৎ পরিবাহী নয়। এটি একটি বিদ্যুৎ অন্তরক।
- সোনা: সোনাও একটি ভালো বিদ্যুৎ পরিবাহী, কিন্তু রুপার তুলনায় একটু কম।
- লোহা: লোহাও বিদ্যুৎ পরিবাহী, কিন্তু রুপা এবং সোনার তুলনায় কম ভালো।