বাংলা ভাষায় কুরআন অনুবাদ কে করেন? 

A গিরীশ চন্দ্র সেন

B স্যার জগদীশ চন্দ্র বশু

C ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

D রাজা রামমোহন রায়

Solution

Correct Answer: Option A

- গিরিশচন্দ্র সেন (১৮৩৫-১৯১০)  ধর্মবেত্তা ও অনুবাদক।
- বাংলা ভাষায় কুরআন শরীফের সার্থক ও পূর্ণাঙ্গ অনুবাদ তিনিই প্রথম করেন।
- নারায়ণগঞ্জের পাঁচদোনা গ্রামে তাঁর জন্ম।
- গিরিশচন্দ্র সেন ছাত্রজীবনে ফারসি ও সংস্কৃত ভাষা শিক্ষা করেন।
- কেশবচন্দ্র সেন ও বিজয়কৃষ্ণ গোস্বামীর প্রভাবে ১৮৭১ সালে তিনি ব্রাহ্মধর্মে দীক্ষিত হন এবং প্রচারব্রত গ্রহণ করে উত্তর ভারত, দক্ষিণ ভারত ও ব্রহ্মদেশ ভ্রমণ করেন।
- সকলের নিকট তিনি ‘ভাই গিরিশচন্দ্র’ নামে পরিচিত ছিলেন।


সূত্রঃ বাংলাপিডিয়া

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions