Solution
Correct Answer: Option B
আমরা জানি, |a| < b এর অর্থ হল -b < a < b।
তাহলে, |2x-3| < 7 এর জন্য আমরা লিখতে পারি, -7 < 2x - 3 < 7
এবার উভয় পক্ষে 3 যোগ করে পাই, -7 + 3 < 2x - 3 + 3 < 7 + 3
বা, -4 < 2x < 10
এবার উভয় পক্ষে 2 দিয়ে ভাগ করে পাই, -4/2 < 2x/2 < 10/2
বা, -2 < x < 5